Homeভ্রমণভ্রমণের খবরঅচেনা গোয়াকে চেনাতে গোয়া পর্যটনের উদ্যোগ ‘গোয়া বেয়ন্ড বিচেস’

অচেনা গোয়াকে চেনাতে গোয়া পর্যটনের উদ্যোগ ‘গোয়া বেয়ন্ড বিচেস’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: গোয়া বললেই আমরা বুঝি সমুদ্রসৈকত। আরব সাগরের তীরে গোয়া। সুতরাং সেখানে সমুদ্রসৈকত তো থাকবেই। কিন্তু সমুদ্রসৈকতের বাইরেও আরও অসংখ্য দর্শনীয় স্থান আছে গোয়ায়। সেই সব জায়গার সঙ্গে জড়িয়ে আছে গোয়ার হেরিটেজ, গোয়ার জীববৈচিত্র্য। সেই অচেনা গোয়াকে চেনাতেই এবার উদ্যোগী হয়েছে গোয়া পর্যটন। তারা হাতে নিয়েছে ‘গোয়া বেয়ন্ড বিচেস’ উদ্যোগ।

গোয়া পর্যটন উন্নয়ন কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) দীপক নরবেকর বলেন, গোয়ার সৈকতগুলোতে পর্যটকদের প্রচণ্ড ভিড় হয়। পর্যটকদের সমুদ্রসৈকত থেকে সরিয়ে এনে রাজ্যের হেরিটেজস্থল এবং সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্যসমাপ্ত কলকাতা টিটিএফ-এ (ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার) উপস্থিত ছিল গোয়া পর্যটন। সেখানেই দীপকবাবু সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “‘গোয়া বেয়ন্ড বিচেস’, এই ধারণাটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে পর্যটকদের মধ্যে। এখন তাঁরা ক্রমশই সৈকত ছাড়াও গোয়ার ভিতরের দিকের জায়গাগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছেন।” তিনি বলেন, গোয়ার ভিতরে কানাকোনা, বিচোলিম, সত্তারির মতো জায়গাগুলো ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে।      

bamanburo waterfalls goa 18.07

বামনবুড়ো জলপ্রপাত, সাউথ গোয়া। ছবি: শ্রয়ণ সেন।

দীপকবাবু জানান, রাজ্য সরকার এখন হোম স্টে নীতিকে উৎসাহিত করছেন। এর ফলে প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়ার গ্রামগুলির বাসিন্দারা তাঁদের বাড়িতে পর্যটকদের রেখে গোয়ার ঐতিহ্যের স্বাদ দিতে পারেন।

“পর্যটকরা হোম স্টে-তে থেকে গোয়ার ঐতিহ্যশালী রান্নার স্বাদ নিতে পারেন, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করতে পারেন”, বলেন দীপক নরবেকর। যাঁরা হোম স্টে করছেন গোয়া সরকার তাঁদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছেন পর্যটকদের জন্য আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলার জন্য।

দীপকবাবু জানান, আরব সাগর বরাবর দেশের পশ্চিমের এই রাজ্যে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলিতে পর্যটকদের যাতায়াত বেড়েছে। তাঁরা জঙ্গল সাফারিও করছেন। গোয়ার জনপ্রিয় অভয়ারণ্যগুলির মধ্যে রয়েছে কোটিগাও, মহাদেই, নেত্রবলি এবং সালিম আলি পাখিরালয়।

গোয়া-কর্নাটক সীমানায় কোটিগাওয়ে পর্যটকরা দেখতে পাবেন উড়ন্ত কাঠবেড়ালি, ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, মাউস ডিয়ার, চার শিংওয়ালা কৃষ্ণসারমৃগ ইত্যাদি প্রাণী। পশ্চিমঘাটের মহাদেই বিখ্যাত তার জীববৈচিত্র্যের জন্য। এখানে দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান গাউর, বার্কিং ডিয়ার, সম্বর হরিণ, এশিয়ান পাম সিভেট, স্মল ইন্ডিয়ান সিভেট, বন্য বরাহ ইত্যাদি। ভাগ্য ভালো থাকলে ব্ল্যাক প্যান্থার, স্লথ বিয়ার, চিতাবাঘ এবং বাঘও দেখা যেতে পারে।

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

পহেলগাঁও-এর মতো ভারতের এই ৫ পর্যটনস্থলকেও বলা হয় ‘মিনি সুইৎজারল্যান্ড’-এর

সুইৎজ়ারল্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই! ভারতেরই একাধিক হিমালয় সংলগ্ন গন্তব্য আছে, যেগুলি তাদের প্রাকৃতিক সৌন্দর্যে ইউরোপের পাহাড়ি দেশকে হার মানায়। দেখে নিন দেশের মধ্যেই ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’-এর ঠিকানা।

হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী ভাবে সাবধান থাকবেন?

গরমের ছুটিতে বেড়াতে গিয়ে প্রতারণার শিকার বহু মানুষ! হোটেল বুকিংয়ের নামে চলছে সাইবার জালিয়াতি। ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান হোন।

পয়লা বৈশাখে ‘বাঙালি খাবার’-এর স্বাদ জঙ্গলে, সমুদ্রে! বিশেষ আয়োজন পর্যটন দফতরের

পহেলা বৈশাখে চারদিনের ছুটিতে ভ্রমণের সুযোগে রাজ্যের জঙ্গল, সমুদ্র ও পাহাড়ি পর্যটন কেন্দ্রে ভিড় জমাতে চলেছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের জন্য রাজ্য পর্যটন দপ্তরের ‘বাংলার খাওয়া’ বিশেষ আয়োজন জঙ্গলে, সমুদ্রে ও শহরের ট্যুরিজম প্রপার্টিতে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে