হলদিয়া পুরসভা নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে শহরের পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে প্রস্তুত। হলদি নদীর তীরে চালু হতে চলেছে পরিবেশ বান্ধব ‘কটেজ অন হুইলস’ এবং ভ্রাম্যমাণ অডিটোরিয়াম। এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে ৪ কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে।
পুরসভা জানিয়েছে, আমেরিকা এবং কানাডায় প্রচলিত ‘টাইনি হাউস অন হুইলস’-এর মডেলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্দর শহরের নির্জন নদীতীরে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পর্যটকদের জন্য বিলাসবহুল ও আধা-বিলাসবহুল কটেজ তৈরি করা হবে। কটেজে আধুনিকতার সঙ্গে থাকবে বাঙালিয়ানার মিশেল।
হলদিয়া পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, নদীর তীরে বড় স্থায়ী রিসর্ট তৈরি সম্ভব নয় কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) অ্যাক্ট এবং বন্দর কর্তৃপক্ষের নিয়মের কারণে। ফলে স্থায়ী নির্মাণ এড়িয়ে ভ্রাম্যমাণ কটেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে, যারা শীঘ্রই একটি ট্রাকে করে মডেল কটেজ প্রদর্শন করতে আসবে।
কটেজের সঙ্গে বাড়তি সুবিধা:
ডরমেটরি এবং মিনি অডিটোরিয়াম
মোবাইল সুইমিং পুল
পর্যটকদের জন্য বিশেষ উইকএন্ড ট্যুর প্যাকেজ
এই উদ্যোগের অংশ হিসেবে বন্দরে জাহাজ পরিদর্শন, নয়াচর দ্বীপ ভ্রমণ, লঞ্চে বালুঘাটা জঙ্গলের ভ্রমণ এবং মোহনায় সূর্যাস্ত দেখার ব্যবস্থাও থাকবে।
বাসিন্দাদের অভিযোগ, গত ২৫ বছরে নদী তীরের পর্যটন বিকাশে কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি। পুরসভা এবার সেই ঘাটতি পূরণে নতুন পদক্ষেপ করেছে। বিদ্যাসাগর পার্কের মতো কিছু সৌন্দর্যায়ন প্রকল্প মাঝপথে থেমে গেলেও নতুন উদ্যোগে পেশাদার সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, হলদিয়ার নদী তীর পর্যটন শুধু শহরের সৌন্দর্য বাড়াবে না, অর্থনৈতিক বিকাশেও বড় ভূমিকা রাখবে।