Homeভ্রমণভ্রমণের খবরএশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ হিসাবেই জনপ্রিয় নয়, জায়গাগুলি ছবির মতো সুন্দরও, যা চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হওয়ার মতো উপযুক্ত। ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকা থেকে থেকে এশিয়ার এরকমই সেরা ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে টাইমস ট্র্যাভেল। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের ২টি পর্যটনস্থল।

ওই তালিকায় ভারত ছাড়া অন্য দেশগুলির একটি করে পর্যটনস্থলের ঠাঁই হয়েছে। ছবির মতো সুন্দর এশিয়ার সেরা পর্যটনস্থলগুলির তালিকায় রয়েছে ভারতের তাজমহল ও হাম্পি। আর তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট।

angkor vat 19.09

আঙ্কোরভাট, কম্বোডিয়া।

টাইমস ট্র্যাভেল-এ প্রকাশিত ছবির মতো সুন্দর জায়গার তালিকায় আঙ্কোরভাট, তাজমহল ও হাম্পি ছাড়া জায়গা পেয়েছে চিনের প্রাচীর, মায়ানমারের বাগান, ইন্দোনেশিয়ার বোরোবুদুর, ভিয়েতনামের হ্যালং বে, জাপানের কিয়োটো হিস্টোরিক্যাল মনুমেন্টস, জর্ডনের পেত্রা এবং ফিলিপাইন্সের রাইস টেরেস।

ছবির মতো সুন্দর ঐতিহ্যবাহী জায়গার তালিকায় প্রথমেই রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাটের মন্দির চত্বর। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য অসাধারণ বলে দাবি করা হয়েছে টাইমস ট্রাভেলের তালিকায়।

tajmahal 19.09

এরপরই রয়েছে আগ্রার তাজমহল। সাদা রঙের মার্বেল পাথরে নির্মিত এই সৌধ, পাশে কুলকুল করে বয়ে চলেছে যমুনা নদী। ছবি তোলার জন্য যথেষ্ট।

তৃতীয় স্থানে রয়েছে ১৩ হাজার মাইল দীর্ঘ চিনের প্রাচীর। চতুর্থ স্থানে রয়েছে মায়ানমারের বাগান। হট এয়ার বেলুনে চেপে বাগানদর্শনের মজাই আলাদা। হট এয়ার বেলুনে চেপে নীচে বাগানের উপত্যকায় একাধিক ছোটো বড়ো মন্দিরদর্শনের অভিজ্ঞতাও অসাধারণ।

borobodur 19.09

বোরোবুদুর, ইন্দোনেশিয়া।

বিশ্বের সবচেয়ে বড়ো বৌদ্ধ স্তূপ রয়েছে ইন্দোনেশিয়ার বোরোবুদুরে। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য চাক্ষুষ করা জীবনের এক অনন্য অভিজ্ঞতা। অসংখ্য বুদ্ধমূর্তি ছাড়াও বৌদ্ধ স্তূপ রয়েছে। টাইমস ট্র্যাভেল-এর তালিকায় বোরোবুদুর রয়েছে পঞ্চম স্থানে।   

সমুদ্রের স্বচ্ছ পান্না সবুজ রঙ আর সমুদ্রের মাঝে উঁচু হয়ে থাকা লাইমস্টোন পাথর, সব মিলিয়ে এক নিমেষে অন্য কোনো জায়গায় নিয়ে যায় ভিয়েতনামের হ্যালং বে। এই বিশেষ জায়গাটি রয়েছে ওই তালিকায় ছয় নম্বরে।

এরপরই রয়েছে জাপানের কিয়োটোর ঐতিহাসিক সৌধ। সৌধর পাশাপাশি বৌদ্ধমন্দির, চেরিফুলের বাগান, শহরের নানান পুরাতাত্ত্বিক নিদর্শনও মন কাড়ে। লাল ও গোলাপি রঙের স্যান্ডস্টোন নির্মিত নানান পুরাতাত্ত্বিক সৌধের জন্য জর্ডনের পেত্রার খ্যাতি জগৎজোড়া। পেত্রা রয়েছে অষ্টম স্থানে।

rice terrace 20.09

রাইস টেরেস, ফিলিপাইন্স।

এরপর রয়েছে ফিলিপিন্সের ইফুগাও পাহাড়ের ঢালে ওপর থেকে নীচ পর্যন্ত ধানক্ষেত্র। ধানচাষের অপূর্ব সুন্দর এক জায়গা। এই রাইস টেরেস বা ধানবাগানকে কৃষিকাজের এক অনন্য নজির বলে মানা হয়। ছবির মতো সুন্দর জায়গার তালিকায় একেবারে শেষে রয়েছে প্রাচীন বিজয়নগর সভ্যতার ঐতিহাসিক নিদর্শন হাম্পির মন্দিররাজি।

আরও পড়ুন

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

চলুন ঘুরে আসি দেশের ‘সেরা পর্যটন গ্রামে’ যেখানে নেই পাকাবাড়ি, পোড়ে না কাঠ-কেরোসিন

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজস্থানের বেওয়ার জেলায় দেবমালি গ্রামকে ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ বলে সম্মান...

দুর্গোৎসব ২০২৪: বনেদি বাড়ি থেকে সর্বজনীন পুজো কিংবা গঙ্গাপাড়ের হুগলি, সঙ্গী হোন পর্যটন দফতরের পুজো পরিক্রমায়  

নানাবিধ কারণে এবার এখনও পর্যন্ত সেভাবে পুজোর বাদ্যি বেজে ওঠেনি। তবুও নীল আকাশে সাদা...

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?