খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ হিসাবেই জনপ্রিয় নয়, জায়গাগুলি ছবির মতো সুন্দরও, যা চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হওয়ার মতো উপযুক্ত। ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকা থেকে থেকে এশিয়ার এরকমই সেরা ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে টাইমস ট্র্যাভেল। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের ২টি পর্যটনস্থল।
ওই তালিকায় ভারত ছাড়া অন্য দেশগুলির একটি করে পর্যটনস্থলের ঠাঁই হয়েছে। ছবির মতো সুন্দর এশিয়ার সেরা পর্যটনস্থলগুলির তালিকায় রয়েছে ভারতের তাজমহল ও হাম্পি। আর তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট।
আঙ্কোরভাট, কম্বোডিয়া।
টাইমস ট্র্যাভেল-এ প্রকাশিত ছবির মতো সুন্দর জায়গার তালিকায় আঙ্কোরভাট, তাজমহল ও হাম্পি ছাড়া জায়গা পেয়েছে চিনের প্রাচীর, মায়ানমারের বাগান, ইন্দোনেশিয়ার বোরোবুদুর, ভিয়েতনামের হ্যালং বে, জাপানের কিয়োটো হিস্টোরিক্যাল মনুমেন্টস, জর্ডনের পেত্রা এবং ফিলিপাইন্সের রাইস টেরেস।
ছবির মতো সুন্দর ঐতিহ্যবাহী জায়গার তালিকায় প্রথমেই রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাটের মন্দির চত্বর। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য অসাধারণ বলে দাবি করা হয়েছে টাইমস ট্রাভেলের তালিকায়।
এরপরই রয়েছে আগ্রার তাজমহল। সাদা রঙের মার্বেল পাথরে নির্মিত এই সৌধ, পাশে কুলকুল করে বয়ে চলেছে যমুনা নদী। ছবি তোলার জন্য যথেষ্ট।
তৃতীয় স্থানে রয়েছে ১৩ হাজার মাইল দীর্ঘ চিনের প্রাচীর। চতুর্থ স্থানে রয়েছে মায়ানমারের বাগান। হট এয়ার বেলুনে চেপে বাগানদর্শনের মজাই আলাদা। হট এয়ার বেলুনে চেপে নীচে বাগানের উপত্যকায় একাধিক ছোটো বড়ো মন্দিরদর্শনের অভিজ্ঞতাও অসাধারণ।
বোরোবুদুর, ইন্দোনেশিয়া।
বিশ্বের সবচেয়ে বড়ো বৌদ্ধ স্তূপ রয়েছে ইন্দোনেশিয়ার বোরোবুদুরে। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য চাক্ষুষ করা জীবনের এক অনন্য অভিজ্ঞতা। অসংখ্য বুদ্ধমূর্তি ছাড়াও বৌদ্ধ স্তূপ রয়েছে। টাইমস ট্র্যাভেল-এর তালিকায় বোরোবুদুর রয়েছে পঞ্চম স্থানে।
সমুদ্রের স্বচ্ছ পান্না সবুজ রঙ আর সমুদ্রের মাঝে উঁচু হয়ে থাকা লাইমস্টোন পাথর, সব মিলিয়ে এক নিমেষে অন্য কোনো জায়গায় নিয়ে যায় ভিয়েতনামের হ্যালং বে। এই বিশেষ জায়গাটি রয়েছে ওই তালিকায় ছয় নম্বরে।
এরপরই রয়েছে জাপানের কিয়োটোর ঐতিহাসিক সৌধ। সৌধর পাশাপাশি বৌদ্ধমন্দির, চেরিফুলের বাগান, শহরের নানান পুরাতাত্ত্বিক নিদর্শনও মন কাড়ে। লাল ও গোলাপি রঙের স্যান্ডস্টোন নির্মিত নানান পুরাতাত্ত্বিক সৌধের জন্য জর্ডনের পেত্রার খ্যাতি জগৎজোড়া। পেত্রা রয়েছে অষ্টম স্থানে।
রাইস টেরেস, ফিলিপাইন্স।
এরপর রয়েছে ফিলিপিন্সের ইফুগাও পাহাড়ের ঢালে ওপর থেকে নীচ পর্যন্ত ধানক্ষেত্র। ধানচাষের অপূর্ব সুন্দর এক জায়গা। এই রাইস টেরেস বা ধানবাগানকে কৃষিকাজের এক অনন্য নজির বলে মানা হয়। ছবির মতো সুন্দর জায়গার তালিকায় একেবারে শেষে রয়েছে প্রাচীন বিজয়নগর সভ্যতার ঐতিহাসিক নিদর্শন হাম্পির মন্দিররাজি।
আরও পড়ুন
দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি