ট্রেনযাত্রায় চাদর-বালিশ-কম্বল ফিরছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ট্রেনযাত্রীরা। গত দু’ বছর ধরে কোভিডবিধি চলাকালীন এ সব ব্যাগে করে বয়ে নিয়ে যেতে হচ্ছিল। লাগেজের বোঝা বেড়ে গিয়েছিল। সপ্তাহ দুয়েক আগে রেলের ঘোষণা শুনে যাত্রীরা মনে করেছিলেন আর ব্যাগে করে বয়ে নিয়ে যেতে হবে না চাদর-কম্বল।
কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা সর্বত্র সমান নয়। কোনো কোনো ট্রেনে এই পরিষেবা দেওয়া শুরু হলেও সব ট্রেনে তা চালু হয়নি। বহু যাত্রী অভিযোগ করছেন, তাঁরা ট্রেনযাত্রায় চাদর-বালিশ-কম্বল পাচ্ছেন না।
ভারতীয় রেলের সিদ্ধান্ত অনুসারে গত ১০ মার্চ বৃহস্পতিবার থেকে ট্রেনে চাদর-বালিশ-কম্বল ফিরে আসার কথা। এমনকি পর্দাও। ভারতীয় রেলের বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজারদের এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছিল রেল বোর্ড।
রেল জানিয়েছিল, গত দু’ বছর ধরে দেশে করোনাভাইরাস জনিত অতিমারির জন্য ট্রেনে চাদর-বালিশ-কম্বল দেওয়ার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় আবার ওই পরিষেবা ফেরানো হল। রেল বোর্ডের নির্দেশিকায় অবিলম্বে ওই পরিষেবা ফিরিয়ে আনতে বলেছিল।
রেল বোর্ডের নির্দেশিকা সত্ত্বেও কেন সব ট্রেনে এখনও চাদর-বালিশ-কম্বল দেওয়া শুরু হয়নি, সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে রেল মন্ত্রক।
রেল মন্ত্রকের ব্যাখ্যা
রেল মন্ত্রক তার ব্যাখ্যায় বলেছে, সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে, ট্রেনযাত্রায় চাদর-বালিশ-কম্বল ফিরিয়ে আনার ব্যাপারে যে দিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সে দিন থেকেই সেই পরিষেবা শুরু হয়েছে। তবে চাদর-বালিশ-কম্বলের যথোপযুক্ত মান সুনিশ্চিত করার জন্য এটি ধাপে ধাপে ফেরানো হচ্ছে।
এর কারণ হল, কোভিড চলাকালীন গত দু’ বছরে শয্যা সরঞ্জামের পুরোনো মজুতের অনেকটাই ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। ফলে নতুন লিনেন সংগ্রহ করা হচ্ছে। কোভিড-পূর্ববর্তী সময়ে এই পরিষেবা যেমন ছিল, এখন তা ১০০ শতাংশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য রেল উদয়াস্ত কাজ করছে।
চাদর-বালিশ-কম্বল দেওয়ার পরিষেবা ফিরিয়ে আনার আগেই ট্রেনযাত্রায় খাবার সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু যাত্রীদের জন্য কনসেশনের সুযোগ এখনও ফিরছে না। সিনিয়র সিটিজেন-সহ যে সব বাছাই করা যাত্রী ট্রেনযাত্রায় কনসেশন পেতেন, তাঁরা সেই সুযোগ থেকে আপাতত বঞ্চিতই থাকছেন।
আরও পড়তে পারেন
‘ইউ টিউবে আপলোড করে দিন’, ‘দ্য কাশ্মীর ফাইলস্’ নিয়ে বিজেপির দাবিতে পরামর্শ অরবিন্দ কেজরিওয়ালের
কোভিডে আক্রান্ত মাত্র ৩৭, সংক্রমণের হার ০.২৩ শতাংশ
দায়িত্ব পেয়েই বৈঠকে সিবিআই, শনিবার বগটুই যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।