শ্রীলঙ্কা ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটরিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন। পাঁচ রাত্রি ছয় দিনের এই প্যাকেজে ঘোরানো হবে সমুদ্রতল থেকে ৬২০০ ফুট উচ্চতায় অবস্থিত শৈলশহর নুওয়ারা এলিয়া, ক্যান্ডি আর রাজধানী কলম্বো।
কলকাতা থেকে যাত্রা শুরু আগামী নভেম্বরের ১৭ তারিখ আর সামনের বছর জানুয়ারির ২০ তারিখ। পুরো প্যাকেজে খরচ পড়বে জনপ্রতি ৪৬,৫৯৯ টাকা। প্যাকেজের মধ্যে ধরা রয়েছে ফেরার বিমান ভাড়া, ভিসার খরচ, থাকা-খাওয়া, দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য, জনপ্রতি দিনে দুটি করে ৫০০ মিলিলিটারের জলের বোতল, ঘোরাঘুরি, ইংরেজিভাষী গাইড, ট্যুর ম্যানেজার, বেড়ানোর বিমা।
প্যাকেজ সম্পর্কে আরও বিষদে জানতে, এবং অনলাইনে বুক করতে ক্লিক করুন আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট www.irctctourism.com
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।