Homeভ্রমণভ্রমণের খবরদুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর...

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

প্রকাশিত

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের কাদা, ডলোমাইট ও পলি সরিয়ে সাফারির পথ পরিষ্কার হওয়ার পর গত শুক্রবার থেকে চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি

দীর্ঘ বিরতির পর এমন ছন্দে ফেরা দেখে বেজায় খুশি স্থানীয় জিপসি মালিকরা। তাঁদের কথায়, “একেবারে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা!” — দুর্যোগ কাটার এত দ্রুত পরেই যে এত পর্যটক সাহস করে কার সাফারির জন্য পাহাড়ে আসবেন, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

চিলাপাতা, কোদালবস্তি-মেন্দাবাড়ি ও শালকুমার মিলিয়ে মোট ১৯টি জিপসি এখন সাফারিতে ব্যস্ত।
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা সংবাদমাধ্যমকে বলেন, “পর্যটকদের ভিড় এমন যে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে সাফারির জন্য। দুর্যোগ কাটিয়ে যে এভাবে তারা ফিরে আসবেন, এটা আনন্দের।”

একইভাবে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি দিলীপ ওরাওঁ-এর মতে,“শুধু দিনের সাফারি নয়, পর্যটকরা এখন এলাকার লজ, রিসর্ট ও হোমস্টেতে রাত কাটাচ্ছেন। এতে স্থানীয় ব্যবসাও আবার চাঙা হচ্ছে।”

চিলাপাতা বনাঞ্চলে প্রায় ৫০টির মতো রিসর্ট ও হোমস্টে রয়েছে। এছাড়া জলদাপাড়ার নতুন পর্যটন কেন্দ্র শিসামারা — যা সম্প্রতি শিসামারা নদীর জলে ও ভুটানের পলিতে ক্ষতবিক্ষত হয়েছিল — সেটিও এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেখানে ১৯টি লজ, রিসর্ট ও হোমস্টে ফের পর্যটকবরণে প্রস্তুত।

জলদাপাড়া রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবাশিস রাউথের কথায়,“দুর্যোগের সময় অনেকে বুকিং বাতিল করেছিলেন, এখন তাঁরাই ফের যোগাযোগ করছেন। আমরা সাফারি-সহ সবরকম ব্যবস্থা নিচ্ছি।”

গড়িয়া থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে চিলাপাতায় কার সাফারিতে আসা এক পর্যটক বলেন, “আমরা সোমবার সাফারি করেছি, কোনও অসুবিধা হয়নি। অভিজ্ঞতাটা দারুণ।”

এদিকে বনদফতর জানিয়েছে, জঙ্গলের ভেতরে এখনও কিছু জায়গায় ডলোমাইট মিশ্রিত কাদা ও পলি রয়েছে। সেগুলি শুকিয়ে গেলেই হাতি সাফারি চালুর প্রস্তুতি নিচ্ছে বনদফতর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, “কার সাফারিতে ভিড় বেড়েছে। এখন হাতি সাফারি চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, মাদারিহাটেও কার সাফারি চালুর পরিকল্পনা চলছে।”

জলদাপাড়ার মাদারিহাট অঞ্চলে ২৫টি জিপসি রয়েছে, এবং সেখানেও শিগগিরই পর্যটকদের জন্য সাফারি খুলে দেওয়া হতে পারে বলে বনদফতর সূত্রে খবর।দুর্যোগের পর এমন দ্রুতগতিতে পুনরুদ্ধার পর্যটন মহলে “হোপফুল কামব্যাক” হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের আশা, এই শীতকালীন মরশুমে জলদাপাড়া ফের ভরে উঠবে দেশি-বিদেশি পর্যটকে।

আর পড়ুন: ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।