Homeভ্রমণভ্রমণের খবরপাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই...

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

প্রকাশিত

মেঘ-কুয়াশার চাদরে মোড়া পাহাড়ি গ্রাম, সবুজ উপত্যকার বুকভরা পাখির কলরব—এ যেন প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র! কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম ঝান্ডি এখন সেই ছবিরই বাস্তব রূপ। সারা বছর জুড়েই এখানে চলে মেঘ আর কুয়াশার যুগলবন্দি। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে ক্রমে এই গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের স্বর্গরাজ্য

সম্প্রতি ঝান্ডির জঙ্গলে দেখা গেছে এক বিরল প্রজাতির পাখি—রুফাস নেকড হর্নবিল (লালঘাড় ধনেশ)। শুধু তাই নয়, বর্তমানে এখানে প্রায় ১৫০-র বেশি প্রজাতির পাখি বসবাস করছে বলে জানিয়েছে বনদফতর। এর মধ্যে রয়েছে স্কারলেট ফিঞ্চ, স্যাফায়ার ফ্লাই ক্যাচার, হিমালয়ান কিউটিয়া, রেড হেডেড ট্রোগন-এর মতো বিরল নামও।

বন দফতরের এক আধিকারিকের কথায়, “ঝান্ডিকে আমরা সংরক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। পাখিদের স্বাভাবিক জীবনযাপন যেন নষ্ট না হয়, সেটাই এখন প্রধান লক্ষ্য।”

বন দফতর স্পষ্ট জানিয়েছে—ঝান্ডিতে পর্যটনের বাণিজ্যিকীকরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁদের বার্তা, “আমরা চাই না ঝান্ডি লাটপাঞ্চারের মতো ভিড়ভাট্টার জায়গা হয়ে উঠুক। এখানে পাখিরা যেন শান্তিতে বাঁচতে পারে, সেটাই আসল উদ্দেশ্য।”

এই দর্শনকেই ভিত্তি করে এখন ঝান্ডি চলছে ‘Conservation by Isolation’ নীতিতে—অর্থাৎ, প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়াই সংরক্ষণের শ্রেষ্ঠ উপায়।

ঝান্ডির পাখিদের নিয়ে এখন গবেষণাও শুরু হয়েছে। বনকর্মীরা নিয়মিত নজর রাখছেন যেন বাইরের হস্তক্ষেপ না বাড়ে। পরিবেশপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছে ঝান্ডি ইতিমধ্যেই ‘বার্ড প্যারাডাইস অব কালিম্পং’ নামে পরিচিতি পেয়েছে।

প্রকৃতি এখানে কথা বলে, বাতাসে মিশে থাকে পাহাড়ি সুর, আর গাছেদের ডালে ভেসে আসে অজস্র পাখির গান। তাই ঝান্ডিতে গেলে একটাই অনুরোধ— পাখিদের বিরক্ত না করে উপভোগ করুন তাদের স্বর্গরাজ্যের নিস্তব্ধ সৌন্দর্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।