Homeভ্রমণভ্রমণের খবরহেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড...

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কেদারনাথ মন্দিরের কাছে রবিবার ভোরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। দুর্ঘটনার পরই রোববার ও সোমবার হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একইসঙ্গে তিনি হেলি-পরিষেবার জন্য একটি কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির নির্দেশ দিয়েছেন।

হেলিকপ্টারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন তীর্থযাত্রী, একজন চালক এবং একজন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে মহারাষ্ট্রের শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫) ও তাঁর দুই বছরের সন্তান কাশী, গুজরাটের রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), উত্তরাখণ্ডের বিক্রম সিং রাওয়াত এবং উত্তরপ্রদেশের বিনোদ দেবী (৬৬) ও তুষ্টি সিং (১৯) ছিলেন। পাইলটের নাম রাজবীর সিং চৌহান।

দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ধামি বলেন, “আজ সকালে খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রাণ হারানোদের জন্য আমি প্রার্থনা করি। জরুরি বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে DGCA-র নিয়ম যেন ভাঙা না হয় এবং হিমালয়ের উচ্চাঞ্চলে যারা হেলিকপ্টার চালাচ্ছেন, তাঁদের এই অঞ্চলের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অ্যাভিয়েশন সংস্থাগুলিকেও তা নিশ্চিত করতে হবে। কন্ট্রোল ও কম্যান্ড সেন্টার তৈরি করতে হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

দুর্ঘটনার কারণ

রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কেদারঘাটির পার্বত্য অঞ্চল অত্যন্ত সংকীর্ণ হওয়ায় নিয়ন্ত্রণ হারালে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

হেলিকপ্টারটি বেসরকারি সংস্থা অ্যারিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড পরিচালিত। ভোর ৫:৩০ নাগাদ কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশে রওনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই গৌরিকুণ্ডের জঙ্গলের উপরে গৌরী মাই খার্ক নামে দুর্গম এলাকায় ভেঙে পড়ে।

নতুন নিয়মের পথে রাজ্য সরকার

এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ধামি রাজ্যের মুখ্যসচিবকে একটি টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যারা হেলিকপ্টার পরিষেবার বর্তমান প্রোটোকল পর্যালোচনা করবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম তৈরি করবে।
নতুন SOP-তে বাধ্যতামূলক করা হচ্ছে—

  • প্রতিটি হেলিকপ্টারের টেকনিক্যাল চেক
  • আবহাওয়ার রিয়েল টাইম পর্যবেক্ষণ
  • অভিজ্ঞ পাইলট ছাড়া হিমালয়ের উচ্চভূমিতে উড়ানের অনুমতি নয়

এছাড়া, অতীতের দুর্ঘটনাগুলির তদন্তে গঠিত হাই-লেভেল কমিটিকে এবার কেদারনাথের সাম্প্রতিক দুর্ঘটনাটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আরও দুটি দুর্ঘটনা

গত ৮ মে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে উত্তরকাশীতে আরেকটি হেলিকপ্টার ভেঙে পড়ে, তাতে ছ’জন মারা যান। ৭ জুন কেদারনাথে যাওয়ার একটি হেলিকপ্টার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।

এই দুর্ঘটনা ঘটে এমন সময়, যখন দেশের মধ্যে বিমান নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বিমান আহমেদাবাদে ভেঙে পড়ে, তাতে ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে পরামর্শ ট্র্যাভেল এজেন্টদের

মিসাইল হামলা, এয়ারস্পেস বন্ধ এবং যুদ্ধের আতঙ্কে ইউরোপ-মার্কিন সফরে অনীহা, ট্যুর অপারেটরদের পরামর্শ—পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই হোক পূজো আর শীতের ভ্রমণ।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।