সোমবার খুলছে কেদারনাথ মন্দির

0

খবর অনলাইন: পঞ্জিকা মেনে আগামী সোমবার, অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির। তুষারপাতের জন্য শীতের ছ’মাস বন্ধ থাকে কেদার মন্দির। প্রথা মেনে ভাইফোঁটার দিন বন্ধ হয় মন্দির। এই ছ’মাস উখিমঠে পূজিত হন কেদারনাথ।

২০১৩-র জুনে বাঁধ ভাঙা বৃষ্টি আর হড়পা বানের ভয়াবহ স্মৃতি ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কেদারনাথ আর গৌরীকুণ্ড। মন্দির খোলার পরের দিন অর্থাৎ মঙ্গলবার, ১০ই মে থেকে খুলে যাবে গৌরীকুণ্ডে ভারত সেবাশ্রম সংঘের যাত্রিনিবাস। সেই হড়পা বানে ভেঙে গিয়েছিল গৌরীকুণ্ড আর কেদারনাথে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের দু’টি যাত্রীনিবাস। গৌরীকুণ্ডের পাশাপাশি কেদারেও আবার নতুন করে শুরু হতে চলেছে তাঁদের যাত্রিনিবাস। সেটি খুলবে আগামী ২৫-এ মে। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানিয়েছেন, আপাতত গৌরীকুণ্ডে ৫০ জনের এবং কেদারে ৩০ জনের থাকার ব্যবস্থা থাকছে।

কেদারনাথের পাশাপাশি শীতের ছ’মাস বন্ধ থাকে বদরিনাথ, গঙ্গোত্রী আর যমুনোত্রীও। রবিবার, ৮ মে খুলবে গঙ্গোত্রী আর যমুনোত্রী মন্দির, বদরিনাথ খুলবে ১০ই মে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন