ওয়েবডেস্ক: বেড়াতে খুব ভালোবাসেন, অথচ খরচাটাও মাথায় রাখতে হয়। একটু কম খরচে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের অধীনে থাকা বেনফিশের টুরিস্ট লজ খুব ভালো বিকল্প। অন্যান্য জায়গায় থাকতে গেলে যেখানে ঘরভাড়া হাজার ছাড়িয়ে যায়, সেখানে বেনফিশের টুরিস্ট লজের ঘরভাড়া বেশির ভাগই হাজার টাকার মধ্যেই। শুধু তা-ই নয়, এসির বিলাসিতা এড়ালে, ৫০০ টাকাতেও ঘর পেয়ে যাবেন এই সব লজে। রাজ্যের বিভিন্ন জায়গায় এবং পড়শি ওড়িশাতেও রয়েছে বেনফিশের টুরিস্ট লজ।
দেখে নেব লজগুলি কোথায় এবং তাদের ঘরভাড়া কত।
১) বহরমপুর
সিরাজবাগ টুরিস্ট লজ: এসি দ্বিশয্যা (প্রথম তল)- ৮৫০ টাকা, এসি দ্বিশয্যা (দ্বিতীয় তল)- ৮০০ টাকা।
২) কোচবিহার
মহারাজা টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৪০০ টাকা, এসি দ্বিশয্যা- ৮০০ টাকা, চারশয্যা ফ্যামিলি- ৮০০ টাকা।
৩) দার্জিলিং
হিমালয় টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৬০০ টাকা, ভিআইপি দ্বিশয্যা- ৭০০ টাকা, তিনশয্যা- ৬০০ টাকা। এই হোটেল থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
৪) ডায়মন্ড হারবার
গঙ্গা টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৩০০ থেকে ৬০০ টাকা, এসি দ্বিশয্যা- ১০০০ টাকা, একজিকিউটিভ স্যুট- ১৫০০ টাকা, ভিআইপি স্যুট- ২০০০ টাকা।
৫) দিঘা
মীনাক্ষী এবং তরঙ্গ: সাধারণ দ্বিশয্যা- ৬০০ টাকা, এসি দ্বিশয্যা- ৯০০ টাকা, এসি স্যুট- ২৫০০ টাকা।
৬) ফ্রেজারগঞ্জ (বকখালি)
সাগরকন্যা এবং সাগরি: দ্বিশয্যা কটেজ- ৪০০ টাকা, চারশয্যা ঘর- ৫০০ টাকা, ডিলাক্স দ্বিশয্যা- ৬০০ টাকা।
৭) কাকদ্বীপ
জাহ্নবী টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৫০০ টাকা, ভিআইপি দ্বিশয্যা ৬০০ টাকা, এসি দ্বিশয্যা- ৮০০ টাকা, এসি ভিআইপি দ্বিশয্যা- ৯০০ টাকা।
৮) কালিম্পং
ওর্কিড টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৮০০ টাকা, ডিলাক্স দ্বিশয্যা-৯০০ টাকা।
৯) মালবাজার
আরণ্যক টুরিস্ট লজ: দ্বিশয্যা (প্রথম তল)- ৬০০ টাকা, দ্বিশয্যা (দ্বিতীয় তল)- ৭০০ টাকা, ভিআইপি দ্বিশয্যা- ৯০০ টাকা।
১০) শঙ্করপুর
কিনারা এবং তটিনী: সাধারণ দ্বিশয্যা- ৬০০, এসি দ্বিশয্যা- ৯০০, এসি তিনশয্যা- ১০০০ টাকা।
১১) তারাপীঠ
রক্তজবা টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা- ৬০০ টাকা, এসি দ্বিশয্যা- ৯০০ টাকা, ভিআইপি স্যুট- ২৫০০ টাকা।
১২) পুরী
ঢেউ টুরিস্ট লজ: সাধারণ দ্বিশয্যা (প্রথম তল)- ৭০০ টাকা, সাধারণ দ্বিশয্যা (দ্বিতীয় তল)- ৮০০, এসি দ্বিশয্যা- ১৩০০ টাকা।
বুকিং-এর জন্য যোগাযোগ– ‘বেনফিশ লজ বুকিং সিস্টেম’, বেনফিশ ভবন, ৩১ জিএন ব্লক, সল্টলেক সেক্টর ফাইভ, কলকাতা। দূরভাষ- (০৩৩) ২৩৫৭৫৩১৫/২৩৫৫৪৯৩১, ইমেল- [email protected]
অনলাইন বুকিং করতে পারেন এই ওয়েবসাইটে– www.benfishtourism.com