পহেলগাঁওকে বলা হয় ভারতের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’। আল্পস পাহাড় আর চিরসবুজ উপত্যকার টানে সুইৎজ়ারল্যান্ড ভ্রমণের স্বপ্ন অনেকের। কিন্তু জানেন কি, দেশের উত্তর ও উত্তর-পূর্ব প্রান্তে এমন কিছু গন্তব্য রয়েছে, যাদেরও ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ বলা হয় তাঁদের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।
চলুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি ভারতীয় স্বর্গীয় জায়গার কথা, যেখানে আপনি অনুভব করতে পারেন সুইৎজ়ারল্যান্ডের আমে:
১. খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ
অবস্থান: চম্বা জেলা
খাজ্জিয়ারকে বলা হয় ভারতের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’। সবুজ উপত্যকা, দোদর গাছের বন এবং একটি শান্ত সরোবর—সব মিলে যেন প্রকৃতির কোলে এক আদর্শ বিশ্রামের স্থান। ভ্রমণপিপাসুদের জন্য এক মোহময় স্বর্গ।
২. ইয়ুমথাং ভ্যালি, সিকিম
অবস্থান: উত্তর সিকিম
বসন্তকালে ইয়ুমথাং উপত্যকা ফুলে ফুলে ভরে ওঠে। চারিদিকে তুষারাবৃত পাহাড়, প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ আর নির্জন ঘাসজমি—সব মিলিয়ে এক স্বপ্নের দেশের ছবি আঁকে। পূর্ব হিমালয়ের এই রত্নটি প্রকৃতিপ্রেমীদের জন্য নিখুঁত।
৩. তীরথন ভ্যালি, হিমাচল প্রদেশ
অবস্থান: গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের কোলে
তীরথন উপত্যকা অফবিট প্রেমীদের স্বপ্ন। পরিষ্কার নদী, ঘন জঙ্গল, শান্ত গ্রাম—সব মিলে এখানকার বাতাসেও মিশে থাকে সুইস গ্রাম্য পরিবেশের শান্তি।

৪. আওলি, উত্তরাখণ্ড
বিশেষত্ব: স্কি রিসর্ট
শীতকালে তুষারে ঢাকা আওলি ইউরোপের স্কি শহরগুলোর কথা মনে করিয়ে দেয়। চেয়ারলিফটের সফর আর হিমালয়ের প্যানোরামিক দৃশ্য—সব মিলিয়ে এক পরিপূর্ণ আলপাইন অ্যাডভেঞ্চার।
৫. কানাটাল, উত্তরাখণ্ড
অবস্থান: মুসৌরির কাছাকাছি
কানাটাল এক নিঃসঙ্গ পাহাড়ি গ্রাম, যেখানে রয়েছে আপেল বাগান, ঘন বন আর তুষারে ঢাকা পাহাড়ের দৃশ্য। এখানকার নিরবতা ও প্রাকৃতিক রূপ যেন সুইৎজ়ারল্যান্ডেরই প্রতিচ্ছবি।
উপসংহার:
বিদেশে না গিয়েও ভারতের মধ্যেই আপনি পেতে পারেন ইউরোপের স্বাদ। প্রকৃতি, শান্তি ও পাহাড়ের প্রেমে পড়তে হলে এই পাঁচ জায়গা আপনার ট্র্যাভেল লিস্টে রাখতেই হবে।