সিংহের সঙ্গে সেলফি নয়, গির পর্যটকদের জন্য নির্দেশ

0

খবর অনলাইন: সিংহের সঙ্গে সেলফি নয়। গুজরাত সরকার এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি সিংহের আক্রমণে ১৪ বছরের একটি কিশোর এবং এক মহিলা-সহ তিন জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বন দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, গিরের জঙ্গলে বেড়াতে গিয়ে পর্যটকেরা আর সিংহের সঙ্গে সেলফি তুলতে পারবেন না। বর্ষা চলে গেলেই বন দফতরের তরফ থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় নোটিস বোর্ড টাঙিয়ে সতর্কীকরণ জারি করা হবে। শুধু সেলফি তোলাই নয়, কেউ সিংহের কাছে যেতে পারবেন না। সিংহের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ১৯৭১-এর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে নিষেধাজ্ঞা ভঙ্গকারীর শাস্তি হবে।

ওই বনকর্তা বলেন, গিরের জঙ্গলে সিংহের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা জঙ্গলের বাইরে যেতে বাধ্য হচ্ছে এবং মানুষের সঙ্গে সংঘর্ষ বাড়ছে। সিংহের সঙ্গে সেলফি তোলার ক্রমবর্ধমান প্রবণতা এই সমস্যা আরও বাড়িয়ে তুলেছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন