আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ হল। এবার থেকে এই শহর পরিচিত হবে ‘শ্রীবিজয়পুরম’ নামে। শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন নামকরণের ঘোষণা করেন।
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছে ফেলার অঙ্গীকারকে সম্মান জানাতে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। শ্রীবিজয়পুরম নামটি দেশের স্বাধীনতা সংগ্রাম এবং আন্দামান ও নিকোবরের ঐতিহাসিক গুরুত্বকে আরও সামনে আনবে।’’
পোর্ট ব্লেয়ার ভারতীয় এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। সমুদ্রবেষ্টিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তবে এবার থেকে এই পর্যটন কেন্দ্রীয় স্থানটি পাবে নতুন পরিচয়—শ্রীবিজয়পুরম। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘চোল সাম্রাজ্যের সময় এখানে একটি নৌসেনা বন্দর ছিল। স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস বহন করবে এই নতুন নাম। এই নাম দেশপ্রেম ও স্বাধীনতার লড়াইকে স্মরণ করিয়ে দেবে।’’
এই নামকরণের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার কথাও উল্লেখ করেন শাহ। তিনি জানান, ‘‘নেতাজি এই দ্বীপে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এছাড়াও, সেলুলার জেলে বীর সাভারকারসহ অনেক স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রাখা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ আজকের স্বাধীন ভারতের ভিত্তি তৈরি করেছে।’’
প্রসঙ্গত, পোর্ট ব্লেয়ার শহরের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে। এই শহরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত সেলুলার জেল, যা আজও স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসেবে সংরক্ষিত। শহরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাছাই করা ১০০টি স্মার্ট সিটির মধ্যে অন্যতম।