Homeভ্রমণভ্রমণের খবরবদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ হল। এবার থেকে এই শহর পরিচিত হবে ‘শ্রীবিজয়পুরম’ নামে। শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন নামকরণের ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছে ফেলার অঙ্গীকারকে সম্মান জানাতে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। শ্রীবিজয়পুরম নামটি দেশের স্বাধীনতা সংগ্রাম এবং আন্দামান ও নিকোবরের ঐতিহাসিক গুরুত্বকে আরও সামনে আনবে।’’

পোর্ট ব্লেয়ার ভারতীয় এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। সমুদ্রবেষ্টিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তবে এবার থেকে এই পর্যটন কেন্দ্রীয় স্থানটি পাবে নতুন পরিচয়—শ্রীবিজয়পুরম। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘চোল সাম্রাজ্যের সময় এখানে একটি নৌসেনা বন্দর ছিল। স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস বহন করবে এই নতুন নাম। এই নাম দেশপ্রেম ও স্বাধীনতার লড়াইকে স্মরণ করিয়ে দেবে।’’

এই নামকরণের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার কথাও উল্লেখ করেন শাহ। তিনি জানান, ‘‘নেতাজি এই দ্বীপে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এছাড়াও, সেলুলার জেলে বীর সাভারকারসহ অনেক স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রাখা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ আজকের স্বাধীন ভারতের ভিত্তি তৈরি করেছে।’’

প্রসঙ্গত, পোর্ট ব্লেয়ার শহরের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে। এই শহরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত সেলুলার জেল, যা আজও স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসেবে সংরক্ষিত। শহরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাছাই করা ১০০টি স্মার্ট সিটির মধ্যে অন্যতম।

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য...