খবর অনলাইন: যাত্রীসাধারণের বিশ্রামের জন্য দেশের ৪৯টি রেলস্টেশনে লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। রেল মন্ত্রক এই দায়িত্ব তুলে দিয়েছে আইআরসিটিসি-র হাতে। এর জন্য যাত্রীদের কাছ থেকে কিছু চার্জ নেওয়া হবে। এই লাউঞ্জের সুবিধা নেওয়ার জন্য তাঁদের ফটো আইডি কার্ড ও ট্রেনযাত্রার টিকিট থাকতে হবে। লাউঞ্জগুলিতে যাত্রীরা বিশ্রাম করতে পারবেন, গা-হাত-পা ধুতে পারবেন, পোশাক পালটাতে পারবেন। তা ছাড়া এখানে ওয়াই-ফাইয়ের সুবিধা থাকবে। বর্তমানে নিউ দিল্লি, আগরা ও জয়পুর স্টেশনে একজিকিউটিভ লাউঞ্জের ব্যবস্থা আছে। নিউ দিল্লিতে প্রথম দু’ঘণ্টার জন্য নেওয়া হয় দেড়শো টাকা এবং পরবর্তী প্রতি এক ঘণ্টায় ৫০ টাকা করে। আর আগরা ও জয়পুরে প্রথম দু’ঘণ্টার চার্জ হল ১০০ টাকা, পরবর্তী প্রতি ঘণ্টায় ৫০ টাকা করে।
লাউঞ্জগুলিতে খাবারেরও ব্যবস্থা থাকবে। এর জন্য আলাদা চার্জ ধরা হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।