Homeভ্রমণভ্রমণের খবরঅযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ কমিয়ে দিচ্ছে স্পাইসজেট

অযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ কমিয়ে দিচ্ছে স্পাইসজেট

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবর অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ বন্ধ করে দিচ্ছে স্পাইসজেট। এই তালিকায় সর্বশেষ সংযোজন হায়দরাবাদ-অযোধ্যা উড়ান। মাসদুয়েক চলার পর এই পরিষেবা গত ১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল হায়দরাবাদ-অযোধ্যা উড়ান চালু করা হয়েছিল। সপ্তাহে তিনটি উড়ান চালানো হত। হায়দরাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত সর্বশেষ উড়ানটি গিয়েছে গত ৩০ মে। তার পর ১ জুন থেকে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে ‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে।

এখন হায়দরাবাদ থেকে অযোধ্যা যেতে হলে দিল্লি হয়ে যেতে হবে। তাতে হায়দরাবাদ থেকে অযোধ্যা যেতে ৭ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগবে। সরাসরি উড়ানে স্পাইসজেট বিমানসংস্থা এই রুটে এ৩২০ এয়ারবাস চালাত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান ছাড়ত সকাল ১০.৪৫ মিনিটে, অযোধ্যার মহাঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোত দুপুর ১২.৪৫ মিনিটে। ফিরতি উড়ান ১.২৫ মিনিটে অযোধ্যা ছেড়ে বিকেল ৩.২৫ মিনিটে হায়দরাবাদ পৌঁছোত।

বিমানসংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, টিকিট বিক্রি প্রচুর কমে যাওয়াই পরিষেবা বন্ধ করে দেওয়ার কারণ হতে পারে। তিনি ‘দ্য হিন্দু’ পত্রিকাকে বলেন, “গোড়ার দিকে অযোধ্যা যাওয়ার ব্যাপক উৎসাহ ছিল। দিন দিন সেই উৎসাহে ভাটা পড়ছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ ডিসেম্বর অযোধ্যায় মহাঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। তার পর দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যার সরাসরি উড়ান পরিষেবা চালু করা হয়। ফেব্রুয়ারির পর থেকে স্পাইসজেট দেশের ৮টি শহরের সঙ্গে সরাসরি উড়ানে অযোধ্যাকে যুক্ত করে। শহরগুলি হল দিল্লি, অমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, জয়পুর, পটনা, দ্বারভাঙা ও হায়দরাবাদ। এর মধ্যে ছ’টি সরাসরি উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে স্পাইসজেট। এখন শুধু দিল্লি ও অমদাবাদ থেকে সরাসরি অযোধ্যা যাওয়া যায়।

আরও পড়ুন

সিকিমে আটকে ১২০০ পর্যটক, আবহাওয়া অনুকূল হলে বিমানে উদ্ধারের পরিকল্পনা

সাম্প্রতিকতম

পিছন থেকে নয়, সামনাসামনি গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে চাঞ্চল্য

টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিয়ে পোস্টমর্টেম রিপোর্টে বড়সড় বিরোধ। FIR-এ বলা হয়েছিল পিছন থেকে গুলি, কিন্তু রিপোর্ট বলছে সামনে থেকে চারটি গুলি। উঠছে প্রশ্ন—তথ্য চাপা দেওয়া হচ্ছে কি?

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

আরও পড়ুন

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য...