Home ভ্রমণ ভ্রমণের খবর অযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ কমিয়ে দিচ্ছে স্পাইসজেট

অযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ কমিয়ে দিচ্ছে স্পাইসজেট

0
অযোধ্যা বিমানবন্দর। ছবি 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা যাওয়ার সরাসরি উড়ান ক্রমশ বন্ধ করে দিচ্ছে স্পাইসজেট। এই তালিকায় সর্বশেষ সংযোজন হায়দরাবাদ-অযোধ্যা উড়ান। মাসদুয়েক চলার পর এই পরিষেবা গত ১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল হায়দরাবাদ-অযোধ্যা উড়ান চালু করা হয়েছিল। সপ্তাহে তিনটি উড়ান চালানো হত। হায়দরাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত সর্বশেষ উড়ানটি গিয়েছে গত ৩০ মে। তার পর ১ জুন থেকে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে ‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে।

এখন হায়দরাবাদ থেকে অযোধ্যা যেতে হলে দিল্লি হয়ে যেতে হবে। তাতে হায়দরাবাদ থেকে অযোধ্যা যেতে ৭ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগবে। সরাসরি উড়ানে স্পাইসজেট বিমানসংস্থা এই রুটে এ৩২০ এয়ারবাস চালাত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান ছাড়ত সকাল ১০.৪৫ মিনিটে, অযোধ্যার মহাঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোত দুপুর ১২.৪৫ মিনিটে। ফিরতি উড়ান ১.২৫ মিনিটে অযোধ্যা ছেড়ে বিকেল ৩.২৫ মিনিটে হায়দরাবাদ পৌঁছোত।

বিমানসংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, টিকিট বিক্রি প্রচুর কমে যাওয়াই পরিষেবা বন্ধ করে দেওয়ার কারণ হতে পারে। তিনি ‘দ্য হিন্দু’ পত্রিকাকে বলেন, “গোড়ার দিকে অযোধ্যা যাওয়ার ব্যাপক উৎসাহ ছিল। দিন দিন সেই উৎসাহে ভাটা পড়ছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ ডিসেম্বর অযোধ্যায় মহাঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। তার পর দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যার সরাসরি উড়ান পরিষেবা চালু করা হয়। ফেব্রুয়ারির পর থেকে স্পাইসজেট দেশের ৮টি শহরের সঙ্গে সরাসরি উড়ানে অযোধ্যাকে যুক্ত করে। শহরগুলি হল দিল্লি, অমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, জয়পুর, পটনা, দ্বারভাঙা ও হায়দরাবাদ। এর মধ্যে ছ’টি সরাসরি উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে স্পাইসজেট। এখন শুধু দিল্লি ও অমদাবাদ থেকে সরাসরি অযোধ্যা যাওয়া যায়।

আরও পড়ুন

সিকিমে আটকে ১২০০ পর্যটক, আবহাওয়া অনুকূল হলে বিমানে উদ্ধারের পরিকল্পনা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version