Home ভ্রমণ ভ্রমণের খবর ইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

ইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

0

ভারতের ৪টি স্থানে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভমেলা অনুষ্ঠিত হয় – ইলাহাবাদ তথা প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এর মধ্যে আবার ইলাহাবাদ আর হরিদ্বারে ছ’ বছর অন্তর অর্ধকুম্ভ হয়। অর্থাৎ ইলাহাবাদ আর হরিদ্বারে কুম্ভমেলা ঘুরে ঘুরে আসে ছ’ বছর অন্তর। সে পূর্ণকুম্ভ হোক বা অর্ধকুম্ভ। এ বার ২০২৫ সালের গোড়াতেই ইলাহাবাদে বসবে পূর্ণকুম্ভ। উত্তরপ্রদেশ প্রশাসনের ভাষায় মহাকুম্ভের আসর।   

ইলাহাবাদে মেলাপ্রাঙ্গণ পরিবেশবান্ধব হিসাবে গড়ে তুলতে চেষ্টার কোনো কসুর করছে না উত্তরপ্রদেশ প্রশাসন। মেলায় আসা পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে অনলাইনে ই-রিকশা ও ই-অটো বুকিং পোর্টাল চালু করতে চলেছে উত্তরপ্রদেশের প্রশাসন। পরিবেশবান্ধব ‘গ্রিন মহাকুম্ভমেলা’র আয়োজনে পরিবেশবান্ধব নিরাপদ যানবাহনের ওপর জোর দেওয়া হয়েছে।

লাখ লাখ পুণ্যার্থী কুম্ভমেলায় আসবেন। তাঁদের কথা ভেবে ১৫ ডিসেম্বর থেকেই ই-ভেহিকল সিস্টেম চালু করা হবে। ওলা, উবরের মতো অনলাইন অ্যাপ নির্ভর গাড়ি পরিষেবা প্রদানকারী সংস্থার মতো কাজ করবে নয়া ই-ভেহিকল সিস্টেম। সরকার নির্ধারিত দামে রেলস্টেশন, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, হোটেলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ই-অটো বা ই-রিকশা বুক করা যাবে। এ ছাড়াও মহিলা যাত্রীদের সুবিধা ও সুরক্ষার কথা ভেবে মহিলা চালকদ্বারা চালিত পিঙ্ক ট্যাক্সি পরিষেবাও শিগগিরই চালু করা হবে।

কম্ফি ই মোবিলিটি নামক উত্তরপ্রদেশের স্টার্টআপ সংস্থা কুম্ভমেলায় প্রথমে ৩০০টি ই-রিকশা চালাবে। এ সব ই-রিকশার ভাড়া হবে ন্যায্য। যাত্রী সুরক্ষার বিষয় জোর দেওয়া হয়েছে। জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য চালকদের আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদেশি পর্যটকদের কথা বুঝতে অজানা ভাষা জানতে চালকদের গুগল ভয়েজ অ্যাসিসট্যান্ট ব্যবহারে সড়গড় করে তোলা হচ্ছে।

ইলাহাবাদে মহাকুম্ভমেলা উপলক্ষ্যে ৪৫ কোটি মানুষের জনসমাগম হতে পারে বলে আশা প্রশাসনের। তাই ই-যানবাহন ছাড়াও ৭ হাজার বাস ও ৩ হাজার অতিরিক্ত ট্রেন চালানো হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version