Homeভ্রমণভ্রমণের খবরপর্যটনে রেকর্ড! এক বছরে ১৮.৫ কোটি পর্যটকের পা পড়ল বাংলায়

পর্যটনে রেকর্ড! এক বছরে ১৮.৫ কোটি পর্যটকের পা পড়ল বাংলায়

প্রকাশিত

পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করল পশ্চিমবঙ্গ। ২০২৪ সালে রাজ্যে মোট ১৮.৫ কোটি পর্যটকের আগমন ঘটেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। সোমবার রাজ্য বিধানসভায় এই তথ্য প্রকাশ করেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

এই সংখ্যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রতিবেশী বাংলাদেশে অশান্তির কারণে গত বছরের আগস্ট থেকে সে দেশের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। সাধারণত বাংলাদেশ থেকেই সর্বাধিক পর্যটক আসেন রাজ্যে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে রাজ্যে এসেছিলেন ১৪.৫ কোটি পর্যটক, এবং ২০২২ সালে এসেছিলেন ৮.৪ কোটি। ২০২২ সালে ১০ লক্ষ বিদেশি পর্যটক এসেছিলেন। রাজ্য এবার কেরল ও রাজস্থানের মতো পর্যটন কেন্দ্রগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এবং বিগত বছরে সেই দুই রাজ্যকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন পর্যটনমন্ত্রী।

বর্তমানে রাজ্যে ৫,৩২২টি হোমস্টে রয়েছে এবং পর্যটন দফতর এই পরিষেবার মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পর্যটন শিল্পকে আরও উন্নত করতে ‘সাংস্কৃতিক পর্যটন’-এর উপর জোর দেওয়া হচ্ছে, বিশেষত হোমস্টে পরিকাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TAFI) পূর্বাঞ্চলীয় কমিটির প্রতিনিধি অনিল পাঞ্জাবি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে উল্লেখযোগ্য বৃদ্ধির কারণ এর বৈচিত্র্যময় আকর্ষণ এবং সাশ্রয়ী ভ্রমণ খরচ। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি, আধুনিক সুযোগ-সুবিধা—সব মিলিয়ে রাজ্য পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

ভারতীয় অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস (IATO)-এর পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, “পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গের উত্থান কোনও কাকতালীয় ঘটনা নয়। এটি সরকারের এবং পর্যটন শিল্পের যৌথ প্রচেষ্টার ফল। সাম্প্রতিক সরকারি উদ্যোগ ও ইভেন্টের কারণে আমরা বিশ্ব পর্যটনের মানচিত্রে দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছি।”

তবে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে অশান্তির কারণে পর্যটকের সংখ্যা আরও বেশি হতে পারত। ২০২৪ সালের আগস্ট থেকে মূলত চিকিৎসার প্রয়োজনেই বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয়েছে, যার ফলে ভ্রমণ পর্যটনে প্রভাব পড়েছে।

পর্যটনের এই সাফল্যে রাজ্য সরকার নতুন উচ্চতায় পৌঁছতে চাইছে এবং আগামী দিনে আরও উন্নত পরিষেবা নিশ্চিত করতে চাইছে বলে সূত্রের খবর।

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

হোটেল বুকিংয়ে সাইবার ফাঁদ! নিশানায় তারাপীঠ, পুরী, দিঘা ও দার্জিলিংয়ের পর্যটকরা, কী ভাবে সাবধান থাকবেন?

গরমের ছুটিতে বেড়াতে গিয়ে প্রতারণার শিকার বহু মানুষ! হোটেল বুকিংয়ের নামে চলছে সাইবার জালিয়াতি। ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান হোন।

পয়লা বৈশাখে ‘বাঙালি খাবার’-এর স্বাদ জঙ্গলে, সমুদ্রে! বিশেষ আয়োজন পর্যটন দফতরের

পহেলা বৈশাখে চারদিনের ছুটিতে ভ্রমণের সুযোগে রাজ্যের জঙ্গল, সমুদ্র ও পাহাড়ি পর্যটন কেন্দ্রে ভিড় জমাতে চলেছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের জন্য রাজ্য পর্যটন দপ্তরের ‘বাংলার খাওয়া’ বিশেষ আয়োজন জঙ্গলে, সমুদ্রে ও শহরের ট্যুরিজম প্রপার্টিতে।

মাত্র ১২৯৯ টাকায় আনলিমিটেড ট্র্যাভেল! পেটিএম নিয়ে এল দুর্দান্ত ট্রাভেল পাস

মাত্র ১২৯৯ টাকায় পেটিএম আনল ট্রাভেল পাস! একবার কিনলেই ফ্লাইট, বাস ও ট্রেন যাত্রায় মিলবে বিশেষ ছাড় ও অফার। জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে