কলকাতা: প্রবল বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল গুয়াহাটিতে ব্রাজিল বনাম ইংল্যান্ড সেমিফাইনাল। খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক কাদা হয়ে যায় গুয়াহাটির মাঠে। হেলিকপ্টার দিয়ে মাঠ স্বাভাবিক করার চেষ্টা হলেও লাভ হয়নি। এদিন দুই দল অনুশীলন করতেও পারেনি। তারপর ফিফার প্রতিনিধিরা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেন, এই মাঠে খেলা করা সম্ভব নয়। ঘানা বনাম মালি কোয়ার্টার ফাইনালের পর মালিও মাঠ নিয়ে অভিযোগ জানিয়েছিল।
গুয়াহাটিতে খেলা বাতিল হওয়ার ফিফা সিদ্ধান্ত নিয়েছে যুবভারতীতে খেলা হবে। গুয়াহাটিতে যারা টিকিট কেটেছিলেন, তাঁরা ওই টিকিটে খেলা দেখতে পারবেন। এছাড়া মঙ্গলবার থেকে স্টেডিয়ামে টিকিট বিক্রি হবে।