কলকাতা : টাটার প্রত্যাবর্তন। জামশেদপুর এর বদলে এবার খড়গপুরে কারখানা খুলতে চলেছে টাটা হিতাচি। বুধবার শিল্প বৈঠক থেকে এই ঘোষণাই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ঝাড়খণ্ডের টাটানগর থেকে সংস্থা সরিয়ে নিয়ে খড়গপুরে কারখানা করতে চাইছে টাটা গোষ্ঠী।
আজ থেকে প্রায় ১৫ বছর আগে পশ্চিমবঙ্গে ছিল রতন টাটার ন্যানো গাড়ির কারখানা। আর এবার খড়গপুরে হতে চলেছে টাটা হিতাচির কারখানা। জানালেন মুখ্যমন্ত্রী। যদিও মমতা সরকার ক্ষমতায় আসার পর বাংলায় কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা।
বিগত ১০ বছরে লক্ষাধিক বেকারের হয়েছে চাকরি। আর এবার খড়গপুরে টাটা হিতাচির কারখানা খোলা হলে কর্মসংস্থান হবে বহু বেকার যুবক-যুবতীদের। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘ডাটা সেন্টার হিসেবে উঠে আসছে বাংলার নাম। ইতিমধ্যেই ফ্লিপকার্ট এসেছে কল্যাণীতে। অ্যামাজনে কাজ করছে ১২০০০ এরও বেশি লোক। আর এবার আসছে টাটা’।
আরও পড়ুন : রাজ্যে আরও ৪১ লক্ষ কর্মসংস্থান! নবান্নের শিল্প বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর