পশ্চিমবঙ্গে ২৫০ কোটি লগ্নি বিএসএনএল-এর

0

পশ্চিমবঙ্গে  ২৫০ কোটি লগ্নি করতে চলেছে বিএসএনএল। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই লগ্নির সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থার  সিজিএম (সিটিডি) বি এল ভারস্নি।

মঙ্গলবার টেলিফোন ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন।

বেসরকারি টেলিকম সংস্থাগুলি অতিরিক্ত সুবিধা দেওয়ায় বহু সাধারণ গ্রাহক বিএসএনএল পরিষেবা থেকে বেরিয়ে গেছেন। তাঁদের আবার ফিরিয়ে আনতে এই লগ্নির সিদ্ধান্ত বলে জানা গেছে সংস্থার সূত্রে।

কলকাতা জুড়ে ওয়্যার ও ট্রান্সমিশনের জন্য এই লগ্নি করা হবে। এ ছাড়া ৩৫০টি নতুন ৩জি টাওয়ার বসানো হবে। এর সাথে সাথে ৫৭০টি টাওয়ারে আধুনিক ৩জি মেশিন বসানো হবে। যার ফলে সাধারণ গ্রাহকরা হাই স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। কলকাতা জুড়ে ওটিএন-এর মাধ্যমে গ্রাহকদের হাইস্পিড ব্রডব্যান্ডের  সুবিধা দেওয়া হবে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন