রাজ্যে বিনিয়োগের ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করলেন টাটা সন্স-এর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। তবে তার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিবেশ দেখতে চান।
‘পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিবেশ থাকতে হবে। যদি বিনিয়োগের সুযোগ পাওয়া যায়, তাহলে আমরা রাজনীতি-নিরপেক্ষ ভাবেই বিনিয়োগ করি’। বলেন সাইরাস মিস্ত্রি। বুধবার কলকাতায় টাটা গ্লোবাল বেভারেজেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করেন তিনি।
রাজ্যের বর্তমান সরকারি দল তৃণমূল কংগ্রেসের সিঙ্গুরে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের জেরে ২০০৮ সালে ন্যানো গাড়ির প্রকল্প রাজ্য থেকে সরিয়ে নিয়ে যায় টাটা গোষ্ঠী। সেই থেকে তৃণমূল ও টাটাদের সম্পর্ক মোটেই ভাল নয়। সেই পরিপ্রেক্ষিতেই এদিন সংস্থার অংশীদারদের বৈঠকে এই প্রশ্নের মুখে পড়েন মিস্ত্রি।
‘ব্যবসার ক্ষেত্রে আমরা অরাজনৈতিক অবস্থান নিয়ে চলি। আমাদের হৃদয় ও ইতিহাসে পশ্চিমবঙ্গের বিশেষ স্থান রয়েছে। পশ্চিমবঙ্গকে আমরা একটি বিকাশের সম্ভাবনাময় অঞ্চল হিসেবেই দেখতে চাই’, বলেন সাইরাস।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।