এ বার গ্রুপ- সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, হলফনামা তলব করল হাইকোর্ট

0
কলকাতা হাইকোর্ট। প্রতীকী ছবি
কলকাতা হাইকোর্ট। প্রতীকী ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে

কলকাতা: এসএসসি-র গ্রুপ ডি-এর পর এ বার গ্রুপ সিতেও দুর্নীতির অভিযোগ উঠল। ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীর কাছে ‘ভুয়ো’ নিয়োগের সমস্ত নথি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মধ্যশিক্ষা পর্ষদকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে অস্বচ্ছ উপায়ে নিয়োগপত্র পেয়েছেন, এমন একজনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড়। এরই মধ্যে অভিযোগ উঠল, অন্তত ৪০০ জন তৃতীয় শ্রেণির কর্মীকেও নিয়োগও দুর্নীতি হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে ওঠা মামলার শুনানিই ছিল এ দিন।

এ দিন বিচারপতির একক বেঞ্চ মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে অতিরিক্ত হলফনামা জমা দিতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। ভুয়ো নিয়োগপত্র-সহ অভিযুক্ত তৃতীয় শ্রেণির কর্মীদের বিস্তারিত নথি জমা দিতে হবে হলফনামার সঙ্গে। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, এর আগে গ্রুপ ডি’র ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। পাশাপাশি সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

আরও পড়তে পারেন

‘খেলা হবে’ স্লোগান তুলে ডায়মন্ড হারবার আসছেন সোনু নিগম, তৃণমূল-যোগের জোর জল্পনা

অবশেষে কলকাতার সব ওয়ার্ডেই প্রার্থী দিতে সক্ষম হল কংগ্রেস

শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া, অসময়ের বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা

খামখেয়ালি আবহাওয়া! ডিসেম্বরের শুরুতে অতি ভারী বৃষ্টি গুজরাতে, ভারী বৃষ্টির আশংকা মুম্বইয়ে

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন