কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভরতির আবেদন প্রক্রিয়া শুরু, জানুন রেজিস্ট্রেশনের বিস্তারিত

0
exam

নয়াদিল্লি: স্নাতক প্রোগ্রামে ভরতির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET 2022)-এর আবেদন প্রক্রিয়া চলছে। যে প্রার্থীরা আবেদন করতে চান, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট- cuet.samarth.ac.in-এও তা করতে পারেন।

বিশ্ববিদ্য়ালয় মঞ্জুরি কমিশনের সহায়তা প্রাপ্ত সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ভরতির জন্য অনুষ্ঠিত হবে সিইউইটি ২০২২। দেখে নেওয়া যাক পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি, আবেদন ফি সিলেবাস, প্যাটার্ন-সহ যাবতীয় বিষয়।

কী ভাবে রেজিস্ট্রেশন করবেন

১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in-তে

২. রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন

৩. নিজের বিবরণ লিখুন এবং প্রয়োজনীয় শংসাপত্র জমা দিন

৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন

  1. ৫. এক বার হয়ে গেলে, আবেদনপত্রটি ডাউনলোড করুন। পরবর্তীতে রেফারেন্সের জন্য ব্যবহার করতে একটি প্রিন্ট আউট নিন

আবেদনের শেষ তারিখ

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের জন্য আবেদনের ফি দেওয়ার শেষ দিন ৭ মে, ২০২২। ওই তারিখে রাত ১১.৫০টার আগে সফলভাবে ফি জমা দিতে হবে আবেদনকারীদের। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ইউপিআই/ওয়ালেটের মাধ্যমে এসবিআই/কানাড়া ব্যাঙ্ক/আইসিআইসিআই ব্যাঙ্ক/পেটিএম পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ফি জমা করা যেতে পারে। অসংরক্ষিত বিভাগের জন্য আবেদন ফি ৬৫০ টাকা, জেনারেল-ইডব্লিউএস/ওবিসি-এনসিএল বিভাগের জন্য ৬০০ টাকা, এসসি/এসটি/পিডব্লিউডি/তৃতীয় লিঙ্গ বিভাগের জন্য ৫৫০ টাকা। তবে ভারতের বাইরে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন ফি ৩,০০০ টাকা।

পরীক্ষার ধরন

কমন ইউনিভার্সিটিস এন্ট্রান্স টেস্ট, বা সিইউইটি ২০২২, একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা। যা ১৩টি ভাষায় অনুষ্ঠিত হবে। যেগুলো হল ইংরাজি, তামিল, তেলগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি, গুজরাতি, মরাঠি, ওড়িয়া, বাংলা, অসমীয়া, পঞ্জাবি এবং উর্দু।

পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। এমসিকিউ মডেলে থাকবে প্রশ্ন।

পরীক্ষার সিলেবাস

সিইউটি ২০২২ এনটিএ-র বিবৃতি অনুযায়ী, সমস্ত বিভাগের সমস্ত প্রশ্ন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের উপর ভিত্তি করে করা হবে। এনটিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে পড়ুয়ারা বোর্ডের দ্বাদশ শ্রেণির সিলেবাসে পড়ছে, তারা এই পরীক্ষায় ভালো ফল করতে পারবে”। অর্থাৎ, এই পরীক্ষার পাঠ্যক্রম সম্পূর্ণ ভাবেই দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে তৈরি করা হবে।

আরও পড়তে পারেন: 

পিছিয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা, ঠিক কী কারণে

সিবিএসই টার্ম-১ পরীক্ষা: ২০ এপ্রিল পর্যন্ত বাড়ল পুনর্মূল্যায়নের আবেদন জানানোর সময়সীমা

নিখুঁত প্রস্তুতি নিলে বোর্ড পরীক্ষার এই বিষয়গুলিতে একশোয় একশো পাওয়া যায়

১৭ জুলাই ডাক্তারিতে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, জানুন খুঁটিনাটি

নিট পিজি ২০২১: স্পেশাল রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য এমসিসি-র নতুন নির্দেশিকা

ইগনু-র বেসিক বিএসসি নার্সিং, বিএড পরীক্ষা ৮ মে, জানুন বিস্তারিত

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন