ফের স্বমহিমায় ম্যাগি, বাজার দখলে এক নম্বরে

0

নুডলস বাজারে ফের এক নম্বরে উঠে এল ম্যাগি। প্রস্তুতকারক সংস্থা নেসলের গত জুন মাসের রিপোর্টে প্রকাশ পেয়েছে এই তথ্য। ম্যাগিতে মাত্রাতিরিক্ত সিসা মেলায় গত বছরের জুন মাসে একে শরীরের পক্ষে ‘নিরাপদ নয়’ বলে জানিয়েছিল বোম্বে হাইকোর্ট। রায়ের জেরে ভারতে নিষিদ্ধ হয়ে যায় ম্যাগি। ফের বাজারে আসে গত বছরের নভেম্বরে। তখন এই নুডলসের দখলে ছিল বাজারের ১০.৯ শতাংশ। ১ মাসের মধ্যে বাজার দখল বেড়ে হয় ৩৫.২%। মার্চেই বাজার দখলের পরিমাণ হয় ৫১%। উপরের স্থানটি এ বার নতুন করে দখল করল ম্যাগি। জুনে নুডলস বাজারের ৫৭.১ শতাংশ দখলে রেখেছে এই ইনস্ট্যান্ট ফুড প্রোডাক্ট।

সম্প্রতি নেসলে বাজারে এনেছে ম্যাগি কুপ্পা নুডলস এবং ম্যাগি হট হেড। প্রতিটিরই রয়েছে ৪ রকম আলাদা স্বাদ। এ ছাড়াও এসেছে ‘নো অনিয়ন নো গারলিক’ ম্যাগি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন