হলদিয়ার শিল্প সম্ভাবনা নিয়ে আশাবাদী পূর্ণেন্দু

0

হলদিয়ায় আরও শিল্পের বিকাশ হবে বলে মনে করেন শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি। “হলদিয়ার শিল্প সম্ভাবনা নিয়ে আমি আশাবাদী। রেজাল্ট দেখে মানুষও আশাবাদী হবে” – হলদিয়ার মিতসুবিসি কারখানা দেখতে এসে বুধবার এ কথা জানিয়েছেন কারখানার অন্যতম অংশীদার পূর্ণেন্দু চ্যাটার্জি। কিছু দিন আগেই এই কারখানার অংশীদারিত্ব নিয়েছেন পূর্ণেন্দুবাবু। তার ফলাফল যে হলদিয়ার পক্ষে ভালো হবে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। হলদিয়ার শিল্পের বর্তমান অবস্থা খুবই ভালো বলেও এ দিন দাবি করেন তিনি। এ দিন সকাল থেকে সারা দিন মিতসুবিসি কারখানা পরিদর্শন করে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন পূর্ণেন্দুবাবু। সেখানেই হলদিয়া সম্পর্কে তাঁর আশার কথা শোনান তিনি।  

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন