সময় বয়ে যায়, মাইনে বাড়ে না মুকেশের

0

এই নিয়ে আট  বছর হল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির বেতন আটকে রয়েছে বার্ষিক ১৫ কোটিতে। সংস্থার বোর্ডের অন্য সব ডিরেক্টরের বেতন কিন্তু বেড়ে চলেছে নিয়মিত। তবে কিনা, তাঁর মাইনে না বাড়ানোর সিদ্ধান্তটা খোদ মুকেশেরই।

ভারতের সব চেয়ে ধনী এই মানুষটি সেই ২০০৮-০৯ আর্থিক বর্ষ থেকে নিজের মাইনে সব মিলিয়ে বার্ষিক ১৫ কোটিতে আটকে রেখেছেন। ২০১৫-১৬ সালে তাঁর প্রাপ্য ছিল ৩৮. ৭৫ কোটি টাকা। কিন্তু নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য প্রায় ২৪ কোটি টাকা কম নিয়েছেন মুকেশ আম্বানি। এই তথ্য জানা গিয়েছে আরআইএল-এর বার্ষিক রিপোর্ট থেকে।

২০০৯ সালের অক্টোবরে সিইও-দের বেতন কম রাখা সংক্রান্ত এক বিতর্কের জেরে নিজের বেতনকে ১৫ কোটির সীমায় বেঁধে দেন মুকেশ। সেই ট্র্যাডিশন সমানে চলছে।   

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন