‘রিলায়েন্স জিও’ তাদের মোবাইল পরিষেবায় দিতে চলেছে বিপুল ছাড়। চলতি বছরের ৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেটা, ভয়েস কল, ভিডিও এই সব ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আমবানি বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ কথা ঘোষণা করেন। আমবানির এই ঘোষণায় দেশের টেলিকম এবং ডিজিটাল পরিষেবায় আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন।
২০১৭ সালের শুরু থেকে যে নতুন ট্যারিফ প্ল্যান চালু হবে তাতেও জিও পরিষেবার গ্রাহকরা সারা জীবনের জন্য বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন। এ ছাড়াও অনন্ত কালের জন্য সারা দেশ জুড়ে রোমিং পরিষেবা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। ৩১ ডিসেম্বরের পর থেকে দেশের মধ্যে সব চেয়ে সস্তা দরে ডেটা প্ল্যান উপভোগ করতে পারবেন সমস্ত জিও গ্রাহক। প্রতি জিবি ডেটা পাওয়া যাবে মাত্র ৫০ টাকায়। তা-ও আবার দ্রুততম ৪জি পরিষেবা। যত বেশি ডেটা ব্যবহার করা হবে, কমতে থাকবে ডেটা প্রতি খরচ। এ ছাড়া যথাযথ প্রমাণ দেখাতে পারলে জিও’র সিম নেওয়ার সময় ছাত্রছাত্রীদের মিলবে অতিরিক্ত ২৫% ডেটা। থাকছে সারা রাত ধরে সীমাহীন এলটিই পরিষেবা পাওয়ার সুযোগ।
রিলায়েন্স জিও-র ইন্টারনেট টেরিফ প্ল্যান
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।