ওয়েবডেস্ক: আয়কর জমা করার পর ই-ভেরিফিকেশন পদ্ধতি চালু হয়েছে অনেক দিন আগেই। তবে সম্প্রতির তার বহর বেড়েছে অনেকটাই। অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার পর প্রিন্টআউট নিয়ে পোস্ট অফিসে দৌড়ানো বন্ধ করে দিয়েছেন অনেকেই। তবে কাগজের ব্যবহার কমিয়ে যতটা দ্রুত সম্ভব ই-ভেরিফিকেশন যাতে সেরে ফেলা যায়, সেই উদ্দেশে আয়কর দফতর এখনও পর্যন্ত চালু করেছে পাঁচটি পদ্ধতি। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি-
নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে
প্রথমে নেট ব্যাঙ্কিংয়ে লগ-ইন করুন
ই-ফাইলিং লিঙ্কে ক্লিক করুন
পোর্টালে রি-ডাইরেক্ট হলে নিজের আয়কর রিটার্ন/এক্সএমএল ফাইল আপলোড করুন
ফাইল ভেরিভাই হয়ে যাবে
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে
আয়কর দফতরের নিজস্ব ওয়েবসাইটে ই-ফাইলিং-এ লগ-ইন করুন
প্রোফাইল সেটিংয়ে গিয়ে প্রি-ভ্যালিডেটেড করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ
ভেরিফিকেশন মোড পছন্দ করে ইভিসি কোড সংগ্রহ করুন
ফাইল অপলোড করুন
ইভিসি কোড (মোবাইলে আসে) দিন
ফাইল ভেরিভাই হয়ে যাবে
ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে
আয়কর দফতরের নিজস্ব ওয়েবসাইটে ই-ফাইলিং-এ লগ-ইন করুন
প্রোফাইল সেটিংয়ে গিয়ে প্রি-ভ্যালিডেটেড করুন ডিম্যাট অ্যাকাউন্টের বিবরণ-সহ
ভেরিফিকেশন মোড পছন্দ করে ইভিসি কোড সংগ্রহ করুন
ফাইল অপলোড করুন
ইভিসি কোড (মোবাইলে আসে) দিন
ফাইল ভেরিভাই হয়ে যাবে
এটিএম ব্যবহার করে
নির্দিষ্ট ব্যাঙ্ক এটিএমে কার্ড সোয়াইপ করুন
ই-ফাইলিং-এর জন্য পিন-এ ক্লিক করুন
রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে ইভিসি চলে আসবে
আয়কর দফতরের নিজস্ব ওয়েবসাইটে ই-ফাইলিং-এ লগ-ইন করুন
প্রোফাইল সেটিংয়ে গিয়ে পছন্দ করুন অল রেডি জেনারেটেড ইভিসি থ্রু ব্যাঙ্ক এটিএম মোড বিবরণ-সহ
ফাইল অপলোড করুন
ইভিসি কোড (মোবাইলে আসে) দিন
ফাইল ভেরিভাই হয়ে যাবে
আধার কার্ডের মাধ্যমে
আয়কর দফতরের নিজস্ব ওয়েবসাইটে ই-ফাইলিং-এ লগ-ইন করুন
প্রোফাইল সেটিংয়ে গিয়ে প্রি-ভ্যালিডেট করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ-সহ
ফাইল অপলোড করুন এবং আধার ওটিপি ভেরিফিকেশন মোড পছন্দ করুন
ওটিপি দিন(মোবাইলে আসে) দিন
ফাইল ভেরিভাই হয়ে যাবে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।