শনিবার, ২৫ মে, ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন এই পর্বের চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে। কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠপর্বে ৫৮টি আসনে গড় ভোটদানের হার ছিল ৬৩.৩৭ শতাংশ।
শনিবার রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত কমিশনের প্রাথমিক তথ্যে দেখা গিয়েছিল যে, সারা দেশে ভোটদানের হার ছিল ৬১.২ শতাংশের সামান্য বেশি। তবে মঙ্গলবারের চূড়ান্ত তথ্যে দেখা যাচ্ছে, ভোটদানের হার বেড়ে ৬৩.৩৭ শতাংশ হয়েছে। অর্থাৎ, প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত হিসাবের পার্থক্য প্রায় ২ শতাংশ।
ষষ্ঠপর্বের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে আটটি আসনে ভোটগ্রহণ হয়— বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪টিতে, হরিয়ানার ১০টি আসনে, বিহারের ৪০টির মধ্যে আটটি আসনে, ওড়িশার ২১টির মধ্যে ছ’টি আসনে এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে চারটি আসনে ভোট গ্রহণ করা হয়। এছাড়া, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটি আসনে এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হয় ষষ্ঠপর্বে।
আরও পড়ুন। শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পঞ্চম দফায় সবচেয়ে কম ভোটদানের হার ছিল, যা ছিল ৬২.২ শতাংশ। তবে ষষ্ঠ দফায় ভোটদানের হার বৃদ্ধি পাওয়ায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে।