HomeUncategorizedষষ্ঠ দফায় ভোটদানের হার ৬৩.৩৭ শতাংশ, চূড়ান্ত তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় ভোটদানের হার ৬৩.৩৭ শতাংশ, চূড়ান্ত তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন

প্রকাশিত

শনিবার, ২৫ মে, ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন এই পর্বের চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে। কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠপর্বে ৫৮টি আসনে গড় ভোটদানের হার ছিল ৬৩.৩৭ শতাংশ।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত কমিশনের প্রাথমিক তথ্যে দেখা গিয়েছিল যে, সারা দেশে ভোটদানের হার ছিল ৬১.২ শতাংশের সামান্য বেশি। তবে মঙ্গলবারের চূড়ান্ত তথ্যে দেখা যাচ্ছে, ভোটদানের হার বেড়ে ৬৩.৩৭ শতাংশ হয়েছে। অর্থাৎ, প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত হিসাবের পার্থক্য প্রায় ২ শতাংশ।

ষষ্ঠপর্বের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে আটটি আসনে ভোটগ্রহণ হয়— বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪টিতে, হরিয়ানার ১০টি আসনে, বিহারের ৪০টির মধ্যে আটটি আসনে, ওড়িশার ২১টির মধ্যে ছ’টি আসনে এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে চারটি আসনে ভোট গ্রহণ করা হয়। এছাড়া, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটি আসনে এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হয় ষষ্ঠপর্বে।

আরও পড়ুন। শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পঞ্চম দফায় সবচেয়ে কম ভোটদানের হার ছিল, যা ছিল ৬২.২ শতাংশ। তবে ষষ্ঠ দফায় ভোটদানের হার বৃদ্ধি পাওয়ায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে