বাজেটের খবর
নিতান্তই ‘সাদামাটা’ বাজেট, দাগ কাটতে পারল না শেয়ার বাজারে
বিশেষ প্রতিনিধি: কেউ বলছেন, নিতান্তই সাদামাটা বাজেট। কেউ আবার বলছেন এই বাজেট আদ্যন্ত মধ্যমেধার। কেউ তো এ সবকে ছাপিয়ে বলেই ফেলছেন, এক কথায় ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট আদতে দিশাহীন। যে কোনো বাজেটেই শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য়ের মৃদু প্রভাব থাকে। কিন্তু এ বারের বাজাটে তা গাঢ় ভাবে ফুটে উঠলেও সরকার যে আর্থিক সংস্কারের পথে গেল না […]
বিশেষ প্রতিনিধি: কেউ বলছেন, নিতান্তই সাদামাটা বাজেট। কেউ আবার বলছেন এই বাজেট আদ্যন্ত মধ্যমেধার। কেউ তো এ সবকে ছাপিয়ে বলেই ফেলছেন, এক কথায় ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট আদতে দিশাহীন। যে কোনো বাজেটেই শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য়ের মৃদু প্রভাব থাকে। কিন্তু এ বারের বাজাটে তা গাঢ় ভাবে ফুটে উঠলেও সরকার যে আর্থিক সংস্কারের পথে গেল না কি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করল, কোনোটাই স্পষ্ট ভাবে বোঝা গেল না।
স্বাভাবিক ভাবে দেশের শেয়ারে বাজারে কেন্দ্রীয় বাজাটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ও সে ভাবে ছাপ ফেলতে অক্ষম হল। আর পাঁচটা জাতীয় ইস্যুর ক্ষেত্রে যেমনটা হয়, মানে কোনো একটা ভালো খবরে ১০০-২০০ পয়েন্ট ওঠা আর খারাপ খবরে ওই পরিমাণ পড়ে যাওয়া ছাড়া শেয়ার বাজারের প্রাপ্তি বলতে কিছুই ছিল না বৃহস্পতিবারের বাজারে।
যেমন সাড়ে বারোটা নাগাদ শেয়ার বাজারের প্রতিটি স্টকের দাম আচমকা নীচের দিকে নামতে শুরু করে। কারণ তার আগেই কেন্দ্র লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা দীর্ঘ মেয়াদী বিনিয়োগের থেকে প্রাপ্ত লাভের উপর ১০ শতাংশ হারে কর বসায়। বাজারে সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি হয় ব্যাপারটা ঠিক কী তা না বুঝতে পারার জন্য। তার পরই ফের সেনসেক্স ২০০ পয়েন্ট বেড়ে যায়। কারণ সরকারের শিক্ষা ও স্বাস্থ্য পরিকল্পনা। তবে বাজার বন্ধ হওয়ার মুখে ফের বাজারে পতন। তখন না কি স্পষ্ট হয়ে গিয়েছে, এই বাজেটে বেশির ভাগ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ক্ষেত্র বিশেষে পরিকল্পনা গৃহীত হলেও বেশ কিছু সংস্থার উপর কাস্টম ডিউটি বাড়িয়ে দেওয়ায় নিত্য ব্যবহার্য পণ্যের দাম বাড়বে। মানে ১৩৫ কোটির দেশের এই সুবিশাল এক বাজেট, দেশের শেয়ার বাজারে ঠুনকো কিছু কেরামতি দেখাতে সক্ষম হলেও গাঢ় কোনো ছাপ ফেলতেই পারল না। বিনিয়োগকারীরা কী করবেন-
নতুন কিছু নয়, বাজার চলছে বাজারের মতোই। অতি সম্প্রতি কালে গুজরাতের বিধানসভা ভোট যেমন বহু চর্চিত হয়ে উঠেও কোনো সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারেনি, তেমনই এ ক্ষেত্রেও বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতিতে খুব একটা রদবদল হবে বলে মনে হয় না।
সংযোজন: শুক্রবার বাজার খোলার পর থেকেই বাজারের মতিগতি ভালো ঠেকছিল না। যার জেরে স্টক বিক্রির হিড়িক লেগে যায়। যা পরে মড়কে পরিণত হয়। বাজেট-পরবর্তী পরিস্থিতিতে আশঙ্কায় ভুগতে থাকা বিনিয়োগকারীরা যখন স্টক বিক্রি করার দিকে ঝোঁক দেখাচ্ছেন, তখন নতুন বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়েই স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না।
দেশ
আয়করে বড়োসড়ো ছাড়! এক নজরে দেখে নিন প্রস্তাবিত পর্যায় এবং হার

ওয়েবডেস্ক: ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে করদাতাদের জন্য সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার বাজেট পেশ করার সময় তিনি জানান, পুরনো পর্যায়গুলির আমূল বদল করে নতুন এই হার করদাতাদের প্রভূত সহায়ক হবে। এক নজরে দেখে নেওয়া যাক, প্রস্তাবিত আয়করের পর্যায় এবং হার।
আয়ের পরিমাণ | করের পরিমাণ | এখন রয়েছে |
৫ লক্ষ টাকা পর্যন্ত | ছাড় | ১০ শতাংশ |
৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ | ১০ শতাংশ | ২০ শতাংশ |
৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ | ১৫ শতাংশ | ২০ শতাংশ |
১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ | ২০ শতাংশ | ৩০ শতাংশ |
১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ | ২৫ শতাংশ | ৩০ শতাংশ |
১৫ লক্ষের উপরে | ৩০ শতাংশ | ৩০ শতাংশ |
একই সঙ্গে করদাতাদের আত্মবিশ্বাস বাড়াতে একটি চার্টার তৈরির কথা জানান নির্মলা। আইনের একটি অংশ হিসাবেই এই চার্টার তৈরি করা হবে। এটাই করদাতাদের আত্মবিশ্বাস বাড়াতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে সরকার চায় কোনো নাগরিক যাতে কর সংক্রান্ত বিষয়ে হেনস্থার শিকার না হন।
করদাতাদের উপর কোনো রকমের হেনস্থাকে বরদাস্ত করবে না সরকার। এ ব্যাপারে নাগরিকের প্রতি অপরাধমূলক দায়বদ্ধতা নিয়ে বিতর্ক রয়েছে। এ ক্ষেত্রে কোম্পানি আইনের সংশোধন করা হবে।
দেশ
এলআইসির অংশীদারিত্ব বেচে দেবে সরকার

ওয়েবডেস্ক: রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসিতে নিজের অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের সময় তিনি এই ঘোষণা করেন। একই সঙ্গে সংস্থার জন্য সব থেকে বড়ো খবর হিসাবে তিনি ঘোষণা করেন, স্টক এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্ত করা হবে সংস্থাকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন জানান, এলআইসিতে নিজের অংশীদারিত্ব বিক্রি করবে সরকার। বিমা সংস্থার একটা বড়ো অংশের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে। একই সঙ্গে আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্বও বিক্রি করা হবে। উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্কের কর্মীরা এলআইসির কর্মকাণ্ডে যুক্ত হলেও তাঁদের এখনও বিমা সংস্থার নিজস্ব কর্মীর মর্যাদা মেলেনি।
অর্থমন্ত্রী বলেন, এলআইসির প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে সরকার তহবিল সংগ্রহ করবে। সরকার নিজের অংশীদারিত্ব বিক্রির মাধ্যমেই ওই তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে অর্থমন্ত্রী ঘোষণা করেন, স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করা হবে এলআইসিকে। এর ফলে দেশের বৃহত্তম আইপিএ হতে চলেছে এলআইসি। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত হয়ে যাবে সংস্থায়।
প্রসঙ্গত, ২০১৯ সালের হিসাবে, এলআইসির মোট লাইফ ফান্ড ছিল ২৮৩০০০০ কোটি টাকা। ২১০৮-১৯ সালে বিক্রি হওয়া মোট পলিসির মূল্য ২.১৪ কোটি টাকা। ২০১৮-১৯ সালে ২.৬ কোটি দাবি নিষ্পত্তি করেছে। সংস্থার ২৯ কোটি পলিসি হোল্ডার রয়েছে।
দেশ
বাজেটে রেল নিয়ে কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন?

নয়াদিল্লি: গত চার বছরের মতো এ বারও সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেট হয়ে গেল। রেলের কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা এ দিন বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রেল নিয়ে সীতারমন কী বললেন, বিস্তারিত জেনে নিন।
কিষাণ রেল– কৃষকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা। সবজি, ফসল দুধ, মাংস, মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ট্রেন চালু হবে। মূলত উত্তরপূর্ব ভারতেই এই ট্রেন চালুর পরিকল্পনা। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এই ট্রেন চালানোর জন্য আহ্বান জানানো হবে।
তেজস ট্রেন– দেশের বিভিন্ন পর্যটন স্থানে দ্রুতগতির আরও কয়েকটা তেজস ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী।
সৌর প্যানেল– রেল লাইনের ধারে রেলের ফাঁকা জমিতে গড়ে তোলা হবে সৌর বিদ্যুতের প্যানেল।
নতুন রেল স্টেশন– পিপিপি মডেলে নতুন চারটে রেল স্টেশন তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
সাবার্বান ট্রেন– বেঙ্গালুরুতে সাবার্বান ট্রেনে পরিষেবা উন্নয়নের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা।
রেলের বৈদ্যুতায়ন– ২৭ হাজার কিমি রেলপথের বৈদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বেসরকারি ট্রেন– আগামী তিন-চার বছরে ১৫০টি ট্রেন বেসরকারি ভাবে চালানো হবে জানিয়েছেন অর্থমন্ত্রী।
ওয়াইফাই– নতুন সাড়ে পাঁচশো রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু হবে।
লেভেল ক্রসিং– অরক্ষিত লেভেল ক্রসিং আর থাকবে না।
-
রাজ্য3 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা
-
রাজ্য2 days ago
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য
-
রাজ্য2 days ago
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
-
রাজ্য2 days ago
অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, কলকাতাতেও বাড়ল আক্রান্তের সংখ্যা