বিশ্বকাপ ফুটবল
ফুটবল হতে রাজি, বউদিমণি রাজি অবিরাম লাথি খেতেও, সামনে যে বিশ্বকাপ ফুটবল!
ওয়েবডেস্ক: ভারত বিশ্বকাপ ফুটবলে খেলার ছাড়পত্র কী ভাবে পাবে, তা নিয়ে হরেক উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেও তো অনেক লম্বা প্রক্রিয়া। তাই বলে কি রাশিয়া ২০১৮ নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলে? হাতে আর ক’টা দিন, তার আগেই ফুটবলের অন্য স্বাদ নিতে ময়দানে নেমে পড়েছেন তিন বউদিমণি। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে […]
ওয়েবডেস্ক: ভারত বিশ্বকাপ ফুটবলে খেলার ছাড়পত্র কী ভাবে পাবে, তা নিয়ে হরেক উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেও তো অনেক লম্বা প্রক্রিয়া। তাই বলে কি রাশিয়া ২০১৮ নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলে? হাতে আর ক’টা দিন, তার আগেই ফুটবলের অন্য স্বাদ নিতে ময়দানে নেমে পড়েছেন তিন বউদিমণি। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, নাইটি পরিহিতা তিন বিবাহিতা মহিলা (কারও মতে আন্টি) অংশ নিয়েছেন ম্যাচে। এর মধ্যে দু’জন খেলোয়াড় আর বাকি এক জন ‘ফুটবল’। না না, ঘটনাকে চরম অমানবিক আখ্যা দিতে রাজি নন কেউ। দুই খেলোয়াড়ের অনবরত লাথি খেতে খেতে ইধার-উধার ডিগবাজি খাওয়া মহিলা কিন্তু জেনেবুঝেই ‘বল’ হয়েছেন। আঘাত থেকে রক্ষা পেতে মাথায় গলিয়ে নিয়েছেন হেলমেটও।
6️⃣ more days to go.
Posted by FootballSutra on Thursday, 7 June 2018
হতে পারে, নিছক সোস্যাল মিডিয়ায় লাইক-কমেন্টস পেতে এমন কারিকুরি, কিন্তু তাঁদের ফুটবলপ্রেমের এমন নির্ভেজাল রস থেকে বঞ্চিত হওয়ার কোনো কারণও দেখছেন না ফেসবুকাররা।
বিশ্বকাপ ফুটবল
কোয়ার্টারে নামার আগে বিপত্তি, হোটেল থেকে সরানো হল সুইডিশ দলকে
ওয়েবডেস্ক: বিশ্বকাপে ফুটবলের কোয়ার্টারে ফাইনালে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে সুইডেন। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বিপত্তি। সামারা-তে এই মুহূর্তে যে হোটেলে সুইডিশ টিম রয়েছে, সেখান থেকে রীতিমতো ‘সরিয়ে’ নেওয়া হল তাদের। ফলস ফায়ার অ্যালার্ম বাজা-কে কেন্দ্র করে হোটেলে দলের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। ফলে পুরো টিমকে জরুরিকালীন তৎপরতায় লবিতে জড়ো করা হয়। সকাল […]
ওয়েবডেস্ক: বিশ্বকাপে ফুটবলের কোয়ার্টারে ফাইনালে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে সুইডেন। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বিপত্তি। সামারা-তে এই মুহূর্তে যে হোটেলে সুইডিশ টিম রয়েছে, সেখান থেকে রীতিমতো ‘সরিয়ে’ নেওয়া হল তাদের। ফলস ফায়ার অ্যালার্ম বাজা-কে কেন্দ্র করে হোটেলে দলের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। ফলে পুরো টিমকে জরুরিকালীন তৎপরতায় লবিতে জড়ো করা হয়।
সকাল আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। অবশ্য পুরো ব্যাপারটাই টেকনিক্যাল সমস্যার কারণে। এই ঘটনার পর একটি বিবৃতিতে এ কথা জানায় সুইডেন ফুটবল সংস্থা।
হোটেলের বাইরে তাদেরকে নিয়ে যাওয়া হলেও, মিনিট খানেক পর ফের হোটেলে নিয়ে আসা হয় পুরো দলকে। টিমের সবাই সুস্থই আছেন বলে জানানো হয়েছে।
তবে হোটেল ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, এমন ঘটনার কারণ কেউ হয়তো ধূমপান করছিলেন অথবা ভুলবশত অ্যালার্ম বাজিয়ে দেন।
উল্লেখ্য, ১৯৯৪-র পর ফের বিশ্বকাপে কোয়ার্টার নামতে চলেছে সুইডিশরা।
বিশ্বকাপ ফুটবল
আতঙ্কের কারণেই বিপক্ষের সঙ্গে ইংল্যান্ড ফুটবলারদের করমর্দনে নিষেধাজ্ঞা!
ওয়েবডেস্ক: খেলার শুরু অথবা শেষে বা খেলা চলাকালীন কোনো বিশেষ মুহূর্তে দুই দলের ফুটবলারদের করমর্দন দৃশ্য প্রায়শই দেখা যায়। কিন্তু সুইডেনের সঙ্গে মাঠে নামার আগেই প্রকাশিত হল সেই চাঞ্চল্যকর সংবাদ। আইনিউজ নামে একটি সংবাদ মাধ্যমের দাবি, ইংল্যান্ড টিমের ফুটবলার থেকে শুরু করে ম্যানেজার- প্রত্যেকের কাছেই নির্দেশ গিয়েছে, বিপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে যেন করমর্দন না করা […]
ওয়েবডেস্ক: খেলার শুরু অথবা শেষে বা খেলা চলাকালীন কোনো বিশেষ মুহূর্তে দুই দলের ফুটবলারদের করমর্দন দৃশ্য প্রায়শই দেখা যায়। কিন্তু সুইডেনের সঙ্গে মাঠে নামার আগেই প্রকাশিত হল সেই চাঞ্চল্যকর সংবাদ। আইনিউজ নামে একটি সংবাদ মাধ্যমের দাবি, ইংল্যান্ড টিমের ফুটবলার থেকে শুরু করে ম্যানেজার- প্রত্যেকের কাছেই নির্দেশ গিয়েছে, বিপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে যেন করমর্দন না করা হয়। কিন্তু কী কারণে এই নির্দেশ?
১৯৬৬ সালে জার্মানিকে হারিয়ে বিজয়ী খেতাব দখল করেছিল ইংল্যান্ড। তবে এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের নবীন ফুটবলাররা অনেকটাই আশা জাগাচ্ছেন বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। শনিবারের কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হওয়ার পর সেমি ফাইনালেও যে ইংল্যান্ডকে খেলতে দেখা যাবে, সে বিষয়ে যথেষ্ট আশাবাদী তাঁরা। তাই দলের কোনো ফুটবলার যাতে জীবাণুঘটিত রোগে আক্রান্ত না পড়েন, সে দিকে কড়া নজর রয়েছে।
ওই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছেষ হাত খুলে করমর্দন করার থেকে ফুটবলাররা বেছে নিন মুষ্টিবদ্ধ হাতে শুভেচ্ছা বিনিময়ের পথকে। এমনটাই নাকি পরামর্শ দিয়েছেন লন্ডনের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড রুরাল সায়েন্সেস-এর গবেষকরা। তাঁদের পরামর্শ মতোই ইংল্যান্ড টিমের এই নতুন শুভেচ্ছা বিনিময় পদ্ধতি। কারণ খোলা হাতে করমর্দন করে জীবাণুবাহিত রোগে আক্রান্ত হলে ফাইনালে খেলবে কে? বোঝো ঠ্যালা!
বিশ্বকাপ ফুটবল
নেইমারকে নকল করতে গিয়ে কী হাল হল দেখুন এই দশটি শিশুর
ওয়েবডেস্ক: শুক্রবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে, ব্রাজিল তারকা ফুটবলার নেইমার এ বারের বিশ্বকাপে যতটা না প্রশংসিত হয়েছে দক্ষতা প্রদর্শনের নিরিখে তার থেকে অনেক বেশি সংবাদের শিরোনামে উঠে এসেছেন চোট-আঘাতের কারণে। ম্যাচ চলাকালীন আঘাত পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তার অভিব্যক্তিই কেড়ে নিয়েছে প্রচারের আলো। এমনও অভিযোগ […]
ওয়েবডেস্ক: শুক্রবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে, ব্রাজিল তারকা ফুটবলার নেইমার এ বারের বিশ্বকাপে যতটা না প্রশংসিত হয়েছে দক্ষতা প্রদর্শনের নিরিখে তার থেকে অনেক বেশি সংবাদের শিরোনামে উঠে এসেছেন চোট-আঘাতের কারণে। ম্যাচ চলাকালীন আঘাত পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তার অভিব্যক্তিই কেড়ে নিয়েছে প্রচারের আলো। এমনও অভিযোগ উঠেছে, বিপক্ষের কোনো ডিফেন্ডার তাঁকে স্পর্শ করলেও তিনি না কি পড়ে গিয়েছেন ভারসাম্য রাখতে না পেরে। তবে এ সবই হয়তো তাঁর বিরোধীদের যুক্তি। কিন্তু মাঠে যা খোলা চোখে দেখা যায়, সে সব তো আর অস্বীকার করার নয়।
সুইডেনের এই ১০ খুদে ফুটবলাররাও হয়তো টেলিভিশনের স্ক্রিনে নেইমারের সেই আঘাত পরবর্তী অভিব্যক্তি দেখে উৎসাহী হয়েছে, বা কেউ উৎসাহ জুগিয়েছে। শিশুমনে ‘কাদা’ নেই ধরে নেওয়া যেতেই পারে। দেখুন কিডস ইন সুইজারল্যান্ড প্লেয়িং নেইমার শিরোনামের সেই ভিডিও-
Kids in Switzerland playing Neymar @neymarjr @piersmorgan pic.twitter.com/m2YlXFlAVY
— Russian Market (@russian_market) July 4, 2018
-
ক্রিকেট1 day ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি