viral video gay wedding

ওয়েবডেস্ক: বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইলার হতেই টনক নড়ে গেল পুলিশের। তার পর যথারীতি ভিডিওটির উৎসের হদিশ এবং গন্তব্যে পৌঁছনো। কাল বিলম্ব না করেই পুলিশ গ্রেফতার করল ওই নব বিবাহিত সমকামী ‘দম্পতি’কে।

ঘটনাটি ঘটেছে সোদি আরবের মক্কায়।

পুলিশ জানিয়েছে, সমকামী বিয়ে দেখতে আগ্রহী কিছু যুবক মক্কা রিসর্টের ওই বিয়েবাড়িতে ঢুকে পড়ে। তারাই বিয়ের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই ভিডিও হয়ে ভাইরাল।

ওই ভিডিও থেকেই পুলিশ বুঝতে পারে দুই জন পুরুষ বিয়ের সাজে সজ্জিত হয়েছে। সঙ্গে রয়েছেন আমন্ত্রিতরাও। ভিডিও পোস্টকারী একজনকে জিঞ্জাসা করে পুলিশ ঠিকানা জেনে নেয়। তারপরই হানা দেয় সেই বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে ওই সমকামী দম্পতি এবং তাঁদের শুভানুধ্যায়ীদেরও গ্রেফতার করে পুলিশ।

তবে টুইটারে পোস্ট হওয়া ভিডিও দেখে মানুষের মনে বহুবিধ প্রশ্ন জাগছে। ওই ভিডিও কি কোনো স্টান্ট? কোনো নাটকীয় ব্যাপার? না কি সত্যিই সমকামী বিয়ে?

এত সব প্রশ্ন ওঠার কারণ একটাই-দেশটির নাম সৌদি আরব।

সৌদি আরবে সমকামী বিবাহ বা সম্পর্ক নিষিদ্ধ। এ ছাড়া ভিন্ন লিঙ্গের পোশাক পরলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সে ক্ষেত্রে আর্থিক জরিমানা, শারীরিক নির্যাতন, কারাবাস এবং মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকরী করার আইন রয়েছে।

আরও পড়ুন: সমকামী যৌন সম্পর্ককে অপরাধ ঘোষণা করার রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here