রাষ্ট্রসঙ্ঘের মানব উন্নয়ন সূচকে (২০২১) এক ধাপ নেমে গেল ভারত - KhaborOnline

রাষ্ট্রসঙ্ঘের মানব উন্নয়ন সূচকে (২০২১) এক ধাপ নেমে গেল ভারত

১৯১টি দেশের মধ্যে ভারত এ বার রয়েছে ১৩২তম স্থানে

এর আগের বার ভারতের স্থান ছিল ১৩১

শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। এর পর যথাক্রমে নরওয়ে ও আইসল্যান্ড

কোনো দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনধারণের মানের উপর তৈরি এই সূচক

তালিকায় শ্রীলঙ্কা ৭৩তম, চিন ৭৯তম, বাংলাদেশ ১২৯তম এবং ভুটান ১২৭তম স্থানে