দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা - KhaborOnline

দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। দেশের অন্য রাজ্যের তুলনায় কলকাতায় অপরাধ কম

এনসিআরবির রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় সব থেকে কম অপরাধ কলকাতায়

২০২১-এ কলকাতায় প্রতি লক্ষ মানুষে নথিভুক্ত অপরাধ ১০৩.৪

এই একই সংখ্যক জনসংখ্যায় পুণে শহরে নথিভুক্ত অপরাধের সংখ্যা ২৫৬.৮

পুণের পর হায়দরাবাদ (২৫৯.৯), কানপুর (৩৩৬.৫), বেঙ্গালুরু (৪২৭.২) এবং মুম্বই (৪২৮.৪)

কলকাতায় খুনের ঘটনা ঘটেছে ৪৫টি। সেই তুলনায় দিল্লিতে খুনের অভিযোগ জমা পড়েছে ৪৫৪টি

কলকাতায় খুনের চেষ্টার অভিযোগ জমা পড়েছে ১৩৫টি। দিল্লিতে যা ৭৫২টি