মহেন্দ্র সিং ধোনি

এই তথ্যগুলো জানেন কি?

৭ জুলাই জন্মদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

অধিনায়ক হিসেবে নিজের দেশকে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩২২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

Green Star

২০০৭

২০০৭ সালে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী সংস্করণেই ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। 

Green Star

২০১১

১৯৮৩-র পর ২৮ বছরের অপেক্ষা শেষে ২০১১ সালে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন ধোনি।

Green Star

২০১৩

ধোনির হাত ধরে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

Green Star

২০০৫

২০০৫ সালে এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৫ বলে করেন ১৮৩ রান। যা উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক।

এক দিনের ক্রিকেটে মোট ৮৪ বার নট-আউট থেকে গিয়েছেন ধোনি, যা একটি অন্যতম রেকর্ড।

Green Star

1996

ট্যুইটারে ৮৬ লক্ষ ফলোয়ার রয়েছে ধোনির। মজার কথা, তাঁর শেষ ট্যুইট ২০২১ সালে।

আরও ওয়েব স্টোরি

Black Star

ডা. বিধানচন্দ্র রায়

Black Star