রবিবার ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিভূজাকৃতি চারতলা নতুন সংসদ ভবনের মোট বিল্ট আপ এরিয়া ৬৪,৫০০ বর্গ মিটার। এই ভবনের তিনটি প্রবেশদ্বার রয়েছে- জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার।

সাতটা থেকেই নতুন সংসদ ভবনের দ্বারোদঘাটনের জন্য যজ্ঞ শুরু হয়৷ 

এর পর পুরোহিতরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বহু চর্চিত সেঙ্গল তুলে দেন।

নতুন সংসদ ভবনের অধ্যক্ষের বসার জায়গার পাশে এই সেঙ্গলটি বসানো হয়৷

নতুন সংসদ ভবন তৈরির কাজে নিযুক্ত একদল নির্মাণ শ্রমিককে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী।

এই কনস্টিটিউশন হল থাকছে। এ ছাড়াও সংসদের সদস্যদের জন্য লাউন্জ, লাইব্রেরি, বিভিন্ন কমিটির ঘর, খাওয়া-দাওয়ার জায়গা এবং সুবিস্তৃত পার্কিং স্পেস রয়েছে।

সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে৷

নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে ৮৮৮ জন এবং রাজ্যসভা কক্ষে ৩০০ জন আরামদায়ক ভাবে বসতে পারবেন।

উভয় কক্ষের যৌথ বৈঠকের জন্য, লোকসভা কক্ষে ১ হাজার ২৮০ জন সাংসদকে জায়গা দেওয়ার ব্যবস্থা রয়েছে।