উইম্বলডনে নোভাক জোকোভিচের বিজয়রথ থামালেন কার্লোস আলকারাজ।

উইম্বলডন ফাইনালে জোকোভিচ বনাম আলকারাজের ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা।

৩৬ বছরের জোকোভিচকে হারালেন ২০ বছরের আলকারাজ। 

২০২২ সালের মাদ্রিদ মাস্টার্সে প্রথম সাক্ষাতেই জোকোভিচকে হারিয়ে দেন আলকারাজ।

চলতি বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে আলকারাজকে পরাজিত করে মুখোমুখি লড়াইয়ের হিসাব ১-১ করেন জোকোভিচ।

এ বার উইম্বলডনের ফাইনালে তৃতীয় সাক্ষাৎ। শেষ পর্যন্ত হেরেই কোর্ট ছাড়তে হল জোকোভিচকে।

২০২০ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লিখিয়ে ফেলেন আলকারাজ।

২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলেন। সেটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা।