বিশ্বকাপ ২০২২: বেলজিয়ামকে চমক মরক্কোর, জার্মানি-জয়ী জাপানকে হারাল কোস্তারিকা, ক্রোয়েশিয়ার কাছে হার কানাডার    

0
জয়ের পরে ক্রোয়েশিয়া। ছবি সৌজন্যে NDTV Sports/AFP

কোস্তারিকা ১ (ফুলার) জাপান ০

মরক্কো ২ (সাবিরি, আবাউখলাল) বেলজিয়াম ০

ক্রোয়েশিয়া ৪ (ক্রামারিচ ২, লিভাজা, মাজের) কানাডা ১ (ডেভিস)

কাতার: রবিবার বিশ্বকাপের ম্যাচগুলোর ফলাফলে অপ্রত্যাশিত চমক ছিল। যে জার্মানিকে বধ করেছিল জাপান, তারা এ দিন হার স্বীকার করল কোস্তারিকার কাছে। বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিং-এ দু’ নম্বর স্থানে থাকা বেলজিয়ামকে পরাস্ত করল মরক্কো। কানাডাকে বেশ সহজেই দুরমুশ করল ক্রোয়েশিয়া। ফলে কানাডা শেষ ১৬-য় যেতে পারল না। রাতে চলছে দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনের মধ্যে। এটা জার্মানির মরণ-বাঁচনের লড়াই।

কোস্তারিকা জিতল ১-০ গোলে

রবিবার আল রায়ানে আহমদ বিন আলি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ই-র ম্যাচে কোস্তারিকা ১-০ গোলে হারায় জাপানকে। জাপানের যে দল আগের দিন জার্মানিকে হারিয়েছিল সেই দলের ৫ জন এ দিন খেলেননি। এই এত বেশি পরিবর্তনের খেসারত তারা রবিবার দিল কিনা সেই প্রশ্নই এখন ফুটবল-বোদ্ধা মহলে ঘুরছে।

গোটা ম্যাচেই জাপানের সঙ্গে পাল্লা দিয়ে গিয়েছে কোস্তারিকা। শুধু তা-ই নয়, প্রথম আধ ঘণ্টায় বলের দখলদারিত্বে কোস্তারিকা সামান্য এগিয়েই ছিল।

দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচের রাশ জাপানের হাতে চলে যায়। তারা বারকতক কোস্তারিকার রক্ষণভাগে। ম্যাচের ৪৬ মিনিটে মরিতার শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন কোস্তারিকার গোলকিপার নাভাস। খেলার নিয়ন্ত্রণ মোটামুটি জাপানের হাতেই থাকে। কিন্তু ৮০ মিনিটে গোল করে বসে কোস্তারিকা। জাপানের গোলকিপারের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন কেশার ফুলার। মজার কথা হল, এটাই ছিল জাপানের গোল লক্ষ্য করে কোস্তারিকার প্রথম শট। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে কোস্তারিকা।

এ দিনের ম্যাচের পর গ্রুপ ই-তে আপাতত জাপান ও কোস্তারিকা দু’টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। স্পেন বনাম জাপানের খেলা চলছে।

বেলজিয়াম পর্যুদস্ত মরক্কোর কাছে

আগের দিন গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে চমকে দিয়েছিল মরক্কো। রবিবার তারা আরও এক ধাপ এগিয়ে বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানাধিকারী বেলজিয়ামকে হারিয়ে বড়ো চমক দিল।

এ দিন আল থুমামা স্টেডিয়ামে বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। মরক্কোর হাকিম জিএইচের গোল অফসাইডের কবলে পড়ে বাতিল হয়ে যায়। তবে এই অর্ধে গোল করার সুযোগ বেশি পেয়েছিল বেলজিয়াম।

ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় চলার পর মরক্কো গোলের মুখ দেখে। বাঁ দিকের কর্নার ফ্ল্যাগের কাছ থেকে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন পরিবর্ত খেলোয়াড় আবদেলহামিদ সাবিরি।

মরক্কো তাদের জয় সুনিশ্চিত করে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে। এ বার গোল করেন জাকারিয়া আবাউখলাল। শেষ ১৬-র দিকে এক পা বাড়িয়ে রাখল মরক্কো।

ক্রোয়েশিয়ার কাছে নতি স্বীকার কানাডার

যে কানাডাকে হারাতে আগের দিন বেলজিয়ামকে বেশ বেগ পেতে হয়েছিল, সেই কানাডা রবিবার সহজেই নতি স্বীকার করল ক্রোয়েশিয়ার কাছে।

রবিবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ এফ-এর ম্যাচে কানাডার বিরুদ্ধে ৪-১ গোলে জিতল। তবে গোল করে প্রথমেই এগিয়ে গিয়েছিল কানাডা। কিন্তু সেই লিড তারা ম্যাচের ৩৬ মিনিটে খোয়াল। তার পর আরও তিনটি গোল হজম করল তারা।

ম্যাচের ২ মিনিটেই গোল করে বসে কানাডা। গোলকিপার মিলান বোরজান বোরজানের কাছ থেকে লম্বা পাস পান তাজোন বুখানান। ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সে তার ক্রস এসে পৌঁছোলে তাতে হেড দিয়ে গোল করেন আলফোনসো ডেভিস।

ক্রোয়েশিয়া গোল দেওয়া শুরু করে ম্যাচের ৩৬ মিনিটে। দালিচের কাছ থেকে পাস পেয়ে পেরিসিচ কানাডার পেনাল্টি বক্সে বল পাঠান ক্রামারিচকে। ক্রামারিচ গোল করতে কোনো ভুলচুক করেননি। ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোল আসে ৪৪ মিনিটে। জুরানোভিচের কাছ থেকে পাস পেয়ে দুর্দান্ত শটে গোল করেন লিভাজা।

ক্রোয়েশিয়ার বাকি ২টি গোল হয় দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে ক্রামারিচ তাঁর দ্বিতীয় গোল করেন। এই গোলেও সহায়তা করেন পেরিসিচ। চূড়ান্ত গোলটি হয় অতিরিক্ত সময়ের ৪ মিনিটে। লোভ্রো মাজের কানাডার ভাগ্য সিল করে দেন।  

এ দিনের ম্যাচের পর ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে গোল-পার্থক্যের বিচারে শীর্ষে থাকল ক্রোয়েশিয়া। দ্বিতীয় স্থানে মরক্কো। তারাও ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ২টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। আর ২টি ম্যাচ থেকে কানাডা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

আরও পড়ুন  

বিশ্বকাপ ২০২২: মেক্সিকোকে হারিয়ে শেষ ১৬-য় যাওয়ার আশা জিইয়ে রাখল আর্জেন্তিনা  

বিশ্বকাপ ২০২২: মেক্সিকোকে হারাল আর্জেন্তিনা, কী ভাবে তারা শেষ ১৬-য় যেতে পারে, দেখে নিন

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন