ওয়েবডেস্ক: স্পেনের ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা। দেশের যে প্রান্তেই খেলেছেন সব সময় তাঁকে সম্মান জানিয়েছে দেশবাসী। স্পেনের ফুটবলে তাঁর অবদান অনস্বীকার্য। চলতি মরশুমে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছেড়ে নতুন ক্লাবে যোগ দিয়েছেন তিনি। তবে শেষ বারের জন্য দেশের হয়ে বিশ্বকাপ জিততে চান তিনি। অনেকের কাছে অবশ্য তিনিই সর্বকালের সেরা। যার একটাই কারণ ২০১০ বিশ্বকাপ জয়।
দক্ষিণ আফ্রিকায় ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁর গোলেই কিন্তু প্রথম বারের জন্য বিশ্বসেরার শিরোপা পায় স্প্যানিশ আর্মাডা। এইটুকু আমাদের সবারই জানা। কিন্তু বিশ্বকাপে শুধু গোলই শেষ কথা নয়। গোলকে কেন্দ্র করে এমন অনেক গল্প রয়েছে যা অনেকেই জানে না।
ফাইনালে অতিরিক্ত সময় মিলিয়ে ১১৬ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন ইনিয়েস্তা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ‘মিনুটো ১১৬’ নামে একটি ওয়াইনের নামকরণ করা হয়, যা পুরোটাই ইনিয়েস্তাকে সম্মান জানিয়ে।
বোদেগা ইনিয়েস্তা নামক কোম্পানিটি এই ওয়াইন বার করেছিল, এটি ইনিয়েস্তার বাবা খোসে ইনিয়েস্তার আবিষ্কার।