ওয়েবডেস্ক: বিশ্বকাপে প্রধান আকর্ষণ ফুটবল তারকারাই। কিন্তু মাঠের বাইরে এই তারকাদের সব সময়ে চিয়ার করে জান দর্শকেরা। অবশ্য এই ক্ষেত্রে মহিলা সমর্থকদের আকর্ষণ রীতিমতো দেখার মতো। যে কোনো টুর্নামেন্টই হোক মহিলা সমর্থকদের টিভির পর্দায় একটা আলাদাই মর্যাদা আছে। তাঁদের লাস্যময়ী উপস্থিতি দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। চলতি বিশ্বকাপেও এমন দৃশ্য যে মানুষকে আকৃষ্ট করেনি এমন বলাটা সম্পূর্ণ ভুল। এখনও পর্যন্ত বিশ্বকাপের প্রতি ম্যাচেই নজরে এসেছে সুন্দরী মহিলাদের উপস্থিতি।
তবে এ বার সেই দৃশ্যে ‘কোপ’ পড়তে চলেছে। ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা ফিফা রীতিমতো উঠেপড়ে লেগেছে মহিলাদের ছবি দেখিয়ে ‘সেক্সিজম’ ছড়ানো বন্ধ করতে।
ফিফার ডাইভারসিটি প্রধান ফেডেরিকো আডিয়েচি জানিয়েছেন, “আমরা ব্যক্তিগত ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের হোস্ট ব্রডকাস্টারদের সঙ্গেও কথা বলেছি। ওরা অঙ্গীকার করেছে যে এইসব অবাঞ্ছিত বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে”।
অবশ্য তিনি এও বলেন, “সরকারি ভাবে এখনও এমন কোনো নিয়ম নেই। তবে ভবিষ্যতে নিশ্চয়ই নিয়মাবলির মধ্যে অন্তর্ভুক্ত হবে”।