elshenafinal

ওয়েবডেস্ক: ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে আবির্ভাব হয়েছে মিশরের। বিশ্বকাপে মিশরকে নিয়ে চর্চার কারণ দলের তারকা খেলোয়াড় মহাম্মাদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পেয়ে তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় ছিল। যা কিন্তু প্রথম ম্যচেই সত্যি প্রমাণিত হয়েছে। উরুগুয়ের বিরুদ্ধে অতিরিক্ত তালিকায় থাকলেও, শেষমেশ আর মাঠে নামেননি তিনি। ম্যাচে এক গোলে হেরে যায় তাঁরা।

তবে এইসবের মধেও আরেক কারণে ফের শিরোনামে মিশর। তবে এবার সালাহ নয়, প্রথম ম্যাচে দলের সবথেকে নজরকাড়া ফুটবলার গোলকিপার মহাম্মাদ এল শেনাইয়ি। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একার হাতেই মিশরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সংযুক্ত সময়ে গোল হজম করে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে যায় তাঁরা। হেরে গেলেও ম্যাচের সেরা খেলোয়াড় কিন্তু তিনিই নির্বাচিত হন। তবে সেই পুরস্কার প্রত্যাখ্যান করলেন তিনি।

কারণ হিসাবে জানা গেছে, বিশ্বকাপে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার স্পনসর ‘বাডওয়াইসার’ নামক একটি মদ প্রস্তুতকারক সংস্থা। যেহেতু তাঁর ইসলাম ধর্ম মদ্যপানের বিরোধিতা করে তাই এমন সিদ্ধান্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here