মস্কো: বিশ্বকাপ জয় হল না বটে ২৭ বছর বয়সি দেশটার, তবে সান্ত্বনা জুটল ক্রোয়েশিয়ার ভাগ্যে। এ বারের টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে সোনার বল পেলেন সে দেশের লুকা মদরিচ। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় মনোনীত হয়েছেন যথাক্রমে বেলজিয়ামের এডেন হ্যার্জাড এবং ফ্রান্সের আতোঁয়া গ্রিজমান। শ্রেষ্ঠ তরুণ খেলোয়াড়ের শিরোপা পেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
৩২ বছর বয়সি মদরিচকে নিয়ে বিশ্বকাপে পর পর পাঁচ বার এমন পাঁচ জন সোনার বল পেলেন যাঁদের দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। এর আগে ২০১৪-য় লিওনেল মেসি (আর্জেন্তিনা), ২০১০-এ দিয়েগো ফোরলান (উরুগুয়ে), ২০০৬-এ জিনেদিন জিদান (ফ্রান্স) এবং ২০০২-এ অলিভার কান (জার্মানি) সোনার বল পান।
টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোল দিয়ে সোনার বুট পেলেন ইংল্যান্ডের হ্যারি কেন। তাঁর গোলের সংখ্যা ছয়। শ্রেষ্ঠ গোলকিপার হিসাবে সোনার গ্লাভ পেলেন বেলজিয়ামের থিবাউত কুরতোয়েস। ফিফা ফেয়ার প্লে ট্রফি পেল স্পেন।