ওয়েবডেস্ক: চলে গেলেন দিনু অ্যালেক্স। কেরলের এই মেসি সমর্থক আর্জেন্টিনা- ক্রোয়েশিয়া ম্যাচের পর ঘর ছেরেছিলন মেসিদের হার না মানতে পেরে। সুইসাইড নোটে লিখেছিলেন, “পৃথিবীতে আমার জন্য আর কিছু পরে রইল না। আমি মৃত্যুর পথে হেঁটে চলেছি। এর জন্য কেউ দায়ি নয়”।
সত্যি সত্যিই পৃথিবী ছাড়লেন দিনু।। শুধু ফুটবল এবং মেসিকে ভালোবেসে। রবিবার সকালে মিনাচিল নদীতে তাঁর দেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির থেকে ২০ কিমি দূরে ইলিকাল ব্রিজের ধারে তাঁর দেহ উদ্ধার করেন আশপাশের সাধারণ জনতা।
পুলিস জানিয়েছে তাঁর পরিবার দেহ শনাক্ত করেছে গলায় একটি সোনার চেন দেখে। দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য কোট্টায়াম মেডিকাল কলেজে পাঠানো হয়েছে।
এলাকায় শোকের ছোঁয়া।