neymar3final

ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের ওপর দায়িত্ব ছিল ব্রাজিলকে জেতানোর। কিন্তু তা তো করতে পারলেনই না বরং তাঁকে দেখে মনে হল এখনও একশো শতাংশ ফিট নন। যার ফলে দলকে নিজের সেরাটা দিতে ব্যর্থ তিনি। ফলে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াতে হল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

কিন্তু দলের পক্ষে কোনো সুযোগ কার্যকর না করতে পারলেও, বিশ্বকাপের রেকর্ড বুকে নিজের স্থান কিন্তু পাকা করে নিলেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান।

সারা ম্যাচ জুড়ে ব্রাজিলের সবথেকে দামি খেলোয়াড় নেইমারকে ১০ বার ফাউল করল সুইৎজারল্যান্ড। যা ১৯৯৮ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি। সে’বার তিউনিশিয়া, ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ১১ বার ফাউল করেছিল তৎকালীন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় অ্যালান শেয়ারারকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here