ওয়েবডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শান্তিপূর্ণ ভাবে আয়োজনের নিরিখে যথেষ্ট উৎফুল্ল নিয়ামক সংস্থা ফিফা। ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ক্রোয়শিয়া। আলোচনা তুঙ্গে- ফ্রান্স কি পুনরাবৃত্তি ঘটাতে পারবে ১৯৯৮-এর সেমি ফাইনালের। না কি ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের আসরে ক্রোয়শিয়া নেবে সেই সেমির বদলা? তবে কয়েক ঘণ্টাতেই মীমাংসা হয়ে যাবে সেই বিতর্কের। তার আগে দেখে নেওয়া এমন কিছু মুহূর্তের যা ঘুরে বেড়াল ২০১৮-এর বিশ্বকাপের অঙ্গনে।





