মস্কো: বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেকেই ব্যাপারটা খেয়াল করেছেন। তুমুল বৃষ্টির মধ্যে পুতিনের মাথায় ছাতা ধরে রয়েছেন একজন, অথচ তাঁর দেশের দুই অতিথি রাষ্ট্রপ্রধান ফ্রান্সের ম্যাকরঁ এবং ক্রোয়েশিয়ার কিতারোভিচ বেমালুম ভিজে যাচ্ছেন। এই ঘটনার প্রতিপ্রেক্ষিতে পুতিনকে তুমুল ট্রোল করল সোশ্যাল মিডিয়া।
পুরস্কার বিতরণীর মঞ্চে এক সঙ্গেই উঠেছিলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান। পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই নামে তুমুল বৃষ্টি। সঙ্গে সঙ্গে পুতিনের মাথায় তাঁর কোনো দেহরক্ষী ছাতা খুলে দেন। দেখে পরিষ্কার বোঝা যায়, আগে থেকেই ছাতা নিয়ে এসেছিলেন পুতিনের শাগরেদরা। অথচ সেই সময় কিতারোভিচ, ম্যাকরঁ এবং ফিফার প্রেসিডেন্ট গিয়ানি ইনফ্যান্তিনো বেমালুম ভিজে চলেছেন। প্রায় মিনিট পাঁচেক এ ভাবে ভেজার পরে অবশেষে তাঁদের মাথাতেও ছাতা ওঠে।
কিন্তু এ ভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভিজিয়ে নিজে ছাতা মাথায় দেওয়ায় ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে পুতিনের বিরুদ্ধে। পিছিয়ে নেই সোশ্যাল মিডিয়াও। দেখে নেব এমনই কিছু টুইট।
#FrancevsCroatia #VladimirPutin #RussiaWorldCup2018 #putin #umbrella #Putinumbrella
The Godfather😎 pic.twitter.com/tnmGVwn3gF
— Bazkar (@bhaskar_gbr) July 16, 2018
Putin’s umbrella. World Cup finals. @FIFAWorldCup pic.twitter.com/FyZctAwnoG
— Witnify (@Witnify) July 16, 2018
Putin is…Putin 😆😂☔#Putinumbrella pic.twitter.com/SFYWnPfP9B
— Icelandball 🇮🇸 (@Icelandball) July 16, 2018
#Putinumbrella #powermove overshadows the #WorldCupFinal2018 trophy celebration 🏆 pic.twitter.com/TlOsGFUbDL
— Kevin Reynoso (@kevreynoso) July 16, 2018
Putin’s Umbrella steals the show at the Football World Cup Presentation pic.twitter.com/cvxQh8xlRH
— Krish Indian🇮🇳 (@rssbjpside) July 16, 2018