ওয়েবডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ মরক্কোর বিরুদ্ধে ম্যাচের চার মিনিটের মধ্যেই গোল। যার ফলে এক অনন্য নজিরের মালিক হলেন পর্তুগাল এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলটির ফলে ইউরোপিয়ান সার্কিটে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক হলেন তিনি। ফলে তিনি টপকে গেলেন ফুটবলের কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে।
এই মুহূর্তে রোনাল্ডোর গোলের সংখ্যা দাঁড়াল ৮৫।
তবে বাকি সব মহাদেশের খেলোয়াড়দের মিলিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সি আর সেভেন। সামনে শুধু ইরানের প্রাক্তন খেলোয়াড় আলি দাই। যিনি ১৯৯৩-২০০৬ এর মধ্যে দেশের হয়ে ১০৯টি গোল করেছেন।