ওয়েবডেস্ক: সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলয় যাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেল সুইৎজারল্যান্ড। এদিন ম্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় সার্বিয়া। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে চমকপ্রদ শটে গোল করে সমতা ফেরান সুইস মিডফিল্ডার গ্র্যানিট জাকা। ম্যাচের ৯০ মিনিটের মাথায় গোল করে সুইৎজারল্যান্ডকে ৩ পয়েন্ট এনে দেন সাকিরি।
আর্সেনাল মিডফিল্ডারের গোল দেখে স্তম্ভিত ফুটবল দুনিয়া। আর্সেনাল সমর্থকদের প্রশ্ন, ক্লাবের হয়ে কেন নিয়মিত এমন গোল করেন না জাকা?