ওয়েবডেস্ক: বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়েছে ক্লাব দলগুলিও। কোন ক্লাব থেকে কত বেশি খেলোয়াড় এ বার বিশ্বকাপে খেলছে সেই নিয়ে অলিখিত টক্করও হচ্ছে ক্লাবগুলির মধ্যে। এই তালিকায় আমরা দেখে নেব, এ বার কোন ক্লাব থেকে কত জন খেলোয়াড় খেলছেন বিশ্বকাপে।
১) ম্যাঞ্চেস্টার সিটি- ১৬ জন
সের্খিও আগুয়েরো, নিকোলাস ওতোমেন্দি- আর্জেন্তিনা
কেভিন ডি ব্রুইন, ভিন্সেন্ট কোম্পানি- বেলজিয়াম
ড্যানিলো, এডার্সন, ফার্নান্ডিনহো, গ্যাব্রিয়েল জিসাস- ব্রাজিল
ফ্যাবিয়াল ডেলফ, রহিম স্টার্লিং, জন স্টোন্স, কাইল ওয়াকার- ইংল্যান্ড
বেঞ্জামিন ফ্র্যান্ডি- ফ্রান্স
ইকে গুন্ডগ্যান- জার্মানি
বার্নার্দো সিলভা- পোর্তুগাল
দাবিদ সিলভা- স্পেন
২) রেয়াল মাদ্রিদ- ১৫ জন
ক্যাসেমিরো, মার্সেলো- ব্রাজিল
কেলোর নাবাস- কোস্তারিকা
লুকা মদ্রিচ, মোকেও কাভাচিচ- ক্রোয়েশিয়া
রাফায়েল ভারানে- ফ্রান্স
টনি ক্রুস- জার্মানি
আশরাফ হাকিমি- মরক্কো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- পর্তুগাল
দানি কার্ভাখাল, নাচো, লুকাস ভাস্কেজ, সের্খিও রামোস, মার্কো আসেনসিও- স্পেন
৩) বার্সেলোনা- ১৪ জন
লিওনেল মেসি- আর্জেন্তিনা
থমাস ভার্মিওলেন- বেলজিয়াম
ফিলিপে কৌটিনহো, পৌলিনহো- ব্রাজিল
ইয়েরি মিনা- কোলোম্বিয়া
ইভান র্যাকিটিচ- ক্রোয়েশিয়া
উসমান দেমেবেল, স্যামুয়েল উমিতিতি- ফ্রান্স
মার্ক আন্দ্রে টের স্টেগান- জার্মানি
জেরার্দ পিকে, জোর্দি আলবা, সের্খিও বুস্কেটস, আন্দ্রেস ইনিয়েস্তা- স্পেন
লুইস সুয়ারেজ- উরুগুয়ে
৪) প্যারিস সাঁ জাঁ- ১৪ জন
আনখেল দি মারিয়া, জিওভানি লো সেলসো- আর্জেন্তিনা
থমাস মুয়েনিয়ের- বেলজিয়াম
নেইমার, মার্কুইনহোস, থিয়াগো সিলভা- ব্রাজিল
প্রিসনেল কিম্পেনবে, কাইলিয়ান এমবাপ্পে, আলফোন্স আরেওলা- ফ্রান্স
জুলিয়ান ড্রাক্সলার, কেভিন ট্রাপ- জার্মানি
এডিনসোন কাবানি- উরুগুয়ে
৫) টটেনহাম হোটস্পার-৬ জন
টডি আর্দালউয়েরেল্ড, জ্যান ভের্টনঘেন, মৌসা ডেম্বেলে- বেলজিয়াম
দাবিদসোন সাঞ্চেস- বেলজিয়াম
ক্রিশিয়ান এরিকসেন- ডেনমার্ক
ড্যানি রোজ, এরিক ডিয়ের, ডেলি আলি, কিয়েরান ট্রিপার- ইংল্যান্ড
হুগো লোরিস- ফ্রান্স
সন হুয়েং মিন- দক্ষিণ কোরিয়া
৬) চেলসি-১১ জন
উইলি চাবায়েরো- আর্জেন্তিনা
ইডেন হাজার্ড, থিবো কুরতোয়া- বেলজিয়াম
উইলিয়ান- ব্রাজিল
আন্দ্রে ক্রিশ্চিয়ানসেন- ডেনমার্ক
গ্যারি কাহিল- ইংল্যান্ড
অলিভিয়ার জিরু, এনগোলো কান্তে- ফ্রান্স
আন্টোনিও রুডিগের- জার্মানি
ভিক্টর মসেস- নাইজেরিয়া
সেয়ার আজপিলিসুয়েতা- স্পেন
৭) বায়ার্ন মিউনিখ- ১১ জন
খামেস রোদরিগেজ- কোলোম্বিয়া
কোরিন্টিন টোলিসো- ফ্রান্স
ম্যানুয়েল নয়ার, জেরম বোয়েতেং, ম্যাট হামেলস, থমাস মুলার, জশুয়া কিমিচ, নিকলাস সুলে, সেন্সটিয়ান রুডি- জার্মানি
রবার্ট লেওয়ান্ডোস্কি- পোল্যান্ড
থিয়াগো আলকান্তারা- স্পেন
৮) মাঞ্চেস্টার ইউনাইটেড-১১ জন
মার্কোস রোকো- আর্জেন্তিনা
রোমেলো লুকাকু, মারোয়েনে ফেলানি- বেলজিয়াম
জেসে লিংগার্ড, ফিন জোন্স, অ্যাশলে ইয়ং, মার্কাস রাশফোর্ড- ইংল্যান্ড
পল পোগবা- ফ্রান্স
নেমানজা মাটিচ- সার্বিয়া
দাবিদ দে খেয়া- স্পেন
ভিক্টর লিন্ডেলফ- সুইডেন
৯) জুভেন্তাস- ১০ জন
পাওলো দিবেলা, গোঞ্জালো হিগুয়াইন- আর্জেন্তিনা
ডগলাস কস্ট- ব্রাজিল
খুয়ান কুদরাদো- কলোম্বিয়া
ব্লাইসে মাটুইদি- ফ্রান্স
স্যামি খেদিরা- জার্মানি
মেহদি বেনাটিয়া- মরক্কো
ওজসেইস জেনসি- পোল্যান্ড
রোদরিগো বেন্তানকুর- উরুগুয়ে